বিএনপির সিনিয়র নেতারা দলের ভেতর সংস্কার আনার ব্যাপারে দলের জাতীয় নির্বাহী কমিটিকে বিভিন্ন কায়দায় বোঝানোর নিরন্তর চেষ্টা করে যাচ্ছেন। তবে সংস্কারের প্রধান বাধা হিসেবে মনে করা হয় দলের চেয়ারপার্সন খালেদা জিয়াকে। ফলে এ বাধা দূর করতে বেগম জিয়াকে অবশ্যই গ্রেফতার করতে হবে বলে মনে করেন বিএনপির তৎকালীন সংস্কারবাদী নেতা ও সাবেক এমপি ডা. জিয়াউল হক মোল্লা। ২০০১ সালে বগুড়া থেকে নির্বাচিত এই এমপি তত্ত্বাবধায়ক সরকারের আমলে বিএনপি থেকে বহিষ্কৃত সাবেক মহাসচিব আব্দুল মান্নান ভূঁইয়ার ঘনিষ্ঠ ছিলেন। ২০১১ সালের ৩০ আগস্ট ফাঁস করা ২০০৭ সালের ১৫ জুলাই যুক্তরাষ্ট্রে পাঠানো মার্কিন দূতাবাসের গোপন তারবার্তায় এ কথা বলা হয়েছে।
মার্কিন দূতাবাসের তৎকালীন চার্জ দ্য এ্যাফেয়ার্স গীতা পাসির পাঠানো ওই বার্তার মন্তব্য কলামে বলা হয়েছে, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) রাজনৈতিক কাঠামো ভীষণভাবে বেগম জিয়ামুখী হওয়ার কারণে দলের ভেতর সংস্কার আনা কঠিন কাজ। ফলে সংস্কার সময়সাপেৰ ব্যাপার। মার্কিন দূতাবাসের এক কর্মকর্তাকে বিএনপির এমপি ডা. মোল্লা পরিষ্কারভাবে জানান, দলের ভেতর সংস্কার সম্পন্ন করার জন্য বেগম জিয়াকে অবশ্যই গ্রেফতার করতে হবে। তারবার্তায় বলা হয় মোলস্না মনে করছেন, স্বাধীনতার পর দেশে পরিবর্তন আনার জন্য সৎ রাজনীতিকদের এটা একটা বড় সুযোগ। মোল্লা বলেছেন, বিএনপির সিনিয়র নেতারা সারাদেশে স্থানীয় নেতাদের সঙ্গে কথা বলছেন এবং তাদেরকে দলের ভেতর সংস্কার আনার প্রয়োজনীয়তার বিষয়টি অবহিত করছেন।
তবে সংস্কারের এ প্রক্রিয়াকে তিনি খুবই ধীর বলে মনে করছেন। স্থানীয় নেতারা সম্মত থাকলেও দলে সংস্কার আনতে আরও তিন চার মাস লেগে যাবে। তবে সংস্কারের বিরুদ্ধে বেগম জিয়ার বিরোধীতার কথাও তিনি জোর দিয়ে উলেস্নখ করেন। সংস্কারের ব্যাপারে স্থানীয় নেতাদের সঙ্গে আমরা কথা বলার পর বেগম জিয়া আবার ওইসব নেতার সঙ্গে টেলিফোনে কথা বলে সংস্কারের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্ববান জানাচ্ছেন। জিয়াউল হক মোলস্না বেগম জিয়ার বেশিরভাগ সমর্থককে অশিৰিত হিসেবে অভিহিত করেন এবং বলেন, অনেক সংস্কারবাদী নেতা খালেদা জিয়ার সমর্থকদের হামলার আতঙ্কের মধ্যে আছেন।
বিভিন্ন এলাকা সফর করার সময় সংস্কারবাদী নেতাদের বাড়তি সাবধানতা অবলম্বন করতে হচ্ছে। মার্কিন দূতাবাসের কর্মকর্তাকে মোলস্না বলেন, বিএনপির মধ্যে সংস্কার আনার ব্যাপারে সেনাবাহিনী শতভাগ নিশ্চিত হতে পারছে না। মোলস্না বলেছেন, তবে দলের ভেতর সংস্কার আনতে না পারলে আমরা বিকল্প নিয়েও ভাবছি। এ প্রসঙ্গে তিনি ফেরদৌস আহমদ কোরেশির দল গঠন প্রক্রিয়ার কথা উলেস্নখ করেন। তবে তিনি বলেন, নতুন দল গঠন যে কারও জন্যই কঠিন কাজ, বিশেষভাবে তিনি যদি আবার এমপি না হন।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।