আমাদের কথা খুঁজে নিন

   

পাওয়ার সার্জ ব্যান্ডের নাহিয়ান এবং আফিফের উপর পুলিশী এবং রাজনৈতীক নিষ্ঠুরতা...

সৃষ্টিকর্তা সাম্প্রদায়িক হতে পারেন সেটা বিশ্বাস করি না... ১১ সেপ্টেম্বর, সকাল ১১:৪৫ মিনিট, পুলিশ নাহিয়ানের বাসায় সম্পূর্ণ বিনা ওয়ারেন্টে হানা দেয় এবং হ্যান্ডকাফ পড়িয়ে থানায় নিয়ে যায়। সেখানে তার পা বেঁধে ঝুলিয়ে তার উপর নির্মম নিযাতন চালানো হয় এমনকি ইলেকট্রিক শকও দেয়া হয়। কারন: ঈদের ছুটিতে নাহিয়ানদের বাসার পাঁচ তলায় একটি চুরি সংঘটিত হয় [দখিনা হাওয়া, রোড ৩/এ, ধানমন্ডি]। চল্লিশ ভরি স্বর্ণ চুরি হয়! অভিযোগ অনুসারে জানা যায়, চাবি ছিল বাসার কাজের মহিলার কাছে। ঐ ফ্ল্যাটের বাসিন্দা গুরুত্বপূর্ণ কোন এক মন্ত্রীর ভাই।

অভিযোগটি এমন: নাহিয়ানরা বন্ধুবান্ধব মিলে প্রা্য়ই ছাদে যাওয়া আসা করতো ব্যান্ড প্র্যাকটিশের ফাঁকে ফাকেঁ আড্ডা দিতে। কথা উঠেছে নাহিয়ানের কোন বন্ধু নাকি কাজের মহিলার সাথে কথা বলেছে, চাবি নি্য়েছে এবং ঘটনাটি ঘটিয়েছে, এই বক্তব্য অবশ্য ইতিমধ্যে বেশ কয়েকবার পরিবর্তিত হয়েছে। পুলিশের ভাষ্যমতে, নাহিয়ান এবং তার বন্ধুদের নাকি এর আগের পাঁচ দিন ধরে অনুসরন করা হচ্ছিল। যারা পাওয়ার সার্জ সম্পকে জানেন তারা হয়তো জেনে থাকবেন তাদের একটা মেটালিকা ট্রিবিউট শো হওয়ার কথা ছিল আর তাই তারা এই কয়েকদিন জ্যামিং এবং প্র্যাকটিশিং নিয়ে ব্যাস্ত ছিল, তাই এই অভিযোগ কোনভাবেই সত্য হতে পারেনা... হাজতে থাকাকালীন সময়ে আফিফ তার সাথে দেখা করতে গেলে তাকেও আটক করা হয়, এবং এখনো পর্যন্ত সে থানাতেই আটক আছে। তাদের কোর্টে নেয়া হয়েছে এবং রিমান্ডে নেয়ার চেষ্টা চলছে।

এ কথা বলা প্রাসংগিক যে নাহিয়ানের লুক এবং লাইফস্টাইলের কারনে এই ভাড়াটিয়া তাকে অপছন্দ করতো এবং এখন রাজনৈতীক ক্ষমতাবলে তার জীবন ধ্বংসের পাঁয়তারা করছে। এই সংবাদটা যারই নজরে পড়ে, দয়া করে শেয়ার করুন এবং এই অবিচারের বিরুদ্ধে জনমত গড়ে তুলুন। শুধু এইটুকুই ভাবুন, এই পরিস্তিতিতে আমি কিংবা আপনিও পরতে পারতাম। লিমন, মিলন, ছয় ছাত্র, এবার যদি নাহিয়ান হয় তবে পরবর্তী জন আপনিও হতে পারেন... ১১ সেপ্টেম্বর, সকাল ১১:৪৫ মিনিট, পুলিশ নাহিয়ানের বাসায় সম্পূর্ণ বিনা ওয়ারেন্টে হানা দেয় এবং হ্যান্ডকাফ পড়িয়ে থানায় নিয়ে যায়। সেখানে তার পা বেঁধে ঝুলিয়ে তার উপর নির্মম নিযাতন চালানো হয় এমনকি ইলেকট্রিক শকও দেয়া হয়।

কারন: ঈদের ছুটিতে নাহিয়ানদের বাসার পাঁচ তলায় একটি চুরি সংঘটিত হয় [দখিনা হাওয়া, রোড ৩/এ, ধানমন্ডি]। চল্লিশ ভরি স্বর্ণ চুরি হয়! অভিযোগ অনুসারে জানা যায়, চাবি ছিল বাসার কাজের মহিলার কাছে। ঐ ফ্ল্যাটের বাসিন্দা গুরুত্বপূর্ণ কোন এক মন্ত্রীর ভাই। অভিযোগটি এমন: নাহিয়ানরা বন্ধুবান্ধব মিলে প্রা্য়ই ছাদে যাওয়া আসা করতো ব্যান্ড প্র্যাকটিশের ফাঁকে ফাকেঁ আড্ডা দিতে। কথা উঠেছে নাহিয়ানের কোন বন্ধু নাকি কাজের মহিলার সাথে কথা বলেছে, চাবি নি্য়েছে এবং ঘটনাটি ঘটিয়েছে, এই বক্তব্য অবশ্য ইতিমধ্যে বেশ কয়েকবার পরিবর্তিত হয়েছে।

পুলিশের ভাষ্যমতে, নাহিয়ান এবং তার বন্ধুদের নাকি এর আগের পাঁচ দিন ধরে অনুসরন করা হচ্ছিল। যারা পাওয়ার সার্জ সম্পকে জানেন তারা হয়তো জেনে থাকবেন তাদের একটা মেটালিকা ট্রিবিউট শো হওয়ার কথা ছিল আর তাই তারা এই কয়েকদিন জ্যামিং এবং প্র্যাকটিশিং নিয়ে ব্যাস্ত ছিল, তাই এই অভিযোগ কোনভাবেই সত্য হতে পারেনা... হাজতে থাকাকালীন সময়ে আফিফ তার সাথে দেখা করতে গেলে তাকেও আটক করা হয়, এবং এখনো পর্যন্ত সে থানাতেই আটক আছে। তাদের কোর্টে নেয়া হয়েছে এবং রিমান্ডে নেয়ার চেষ্টা চলছে। এ কথা বলা প্রাসংগিক যে নাহিয়ানের লুক এবং লাইফস্টাইলের কারনে এই ভাড়াটিয়া তাকে অপছন্দ করতো এবং এখন রাজনৈতীক ক্ষমতাবলে তার জীবন ধ্বংসের পাঁয়তারা করছে। এই সংবাদটা যারই নজরে পড়ে, দয়া করে শেয়ার করুন এবং এই অবিচারের বিরুদ্ধে জনমত গড়ে তুলুন।

শুধু এইটুকুই ভাবুন, এই পরিস্তিতিতে আমি কিংবা আপনিও পরতে পারতাম। লিমন, মিলন, ছয় ছাত্র, এবার যদি নাহিয়ান হয় তবে পরবর্তী জন আপনিও হতে পারেন... সূত্র: ABC Radio FM 89.2 News click ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.