বুধবার গাবতলী বাস টার্মিনাল এলাকার যানজট পরিস্থিতি ও পরিবহন ব্যবস্থাপনা কার্যক্রম পরিদর্শন শেষে তিনি একথা বলেন।
আসন্ন ঈদে ঘরমুখো যাত্রীদের অতিরিক্ত ভাড়া আদায়ের বিরুদ্ধে আগে থেকেই মন্ত্রণালয় সতর্ক রয়েছে জানিয়ে মন্ত্রী বলেন, “টার্মিনাল এলাকার আইন-শৃঙ্খলা রক্ষা ও যাত্রী ভোগান্তি লাঘবে স্থাপন করা হচ্ছে বিশেষ কন্ট্রোলরুম, কার্যকর থাকবে মন্ত্রণালয়ের মনিটরিং টিম।”
এছাড়া কন্ট্রোল রুমে ক্লোজ সার্কিট ক্যামেরা বসানো হবে বলেও জানান তিনি।
ওবায়দুল কাদের বলেন, রাজনৈতিক অস্থিরতা ও নানান কর্মসুচির কারণে মহানগরীতে যানজট অসহনীয় হয়ে উঠেছে। রাজনৈতিক দলগুলোর সদিচ্ছার পাশাপাশি বিভিন্ন স্টেক হোল্ডারদের সমন্বিত ও কার্যকর প্রয়াসের মাধ্যমে যানজট কমানো সম্ভব।
পরিদর্শনকালে মন্ত্রী পরিবহন মালিক সমিতির নেতৃবৃন্দকে মূল সড়ক হতে অপেক্ষমান পরিবহন সরিয়ে নেয়ার নির্দেশ দেন।
এ সময় সড়ক ও জনপথ অধিদপ্তর ঢাকা সড়ক সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. শাহাবুদ্দিন, নির্বাহী প্রকৌশলী সৈয়দ আসলাম আলী, ট্রাফিক বিভাগের উর্ধ্বতন কর্মকর্তাগণসহ পরিবহন মালিক-শ্রমিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।