কোনো জটিলতা নেই তবুও জটিলতর শেষ বিকেলের রোদ বিভাগীয় শহর সিলেটে প্রথমবারের মত 'ফিল্ম অ্যাপ্রিসিয়েশন কোর্স' এর আয়োজন
বিগত বছর গুলোতে শুধু রাজধানী শহর ঢাকা'র জন্য, ঢাকার মানুষের জন্য ম্যুভিয়ানা ফিল্ম সোসাইটি কর্মসূচি প্রনয়ণ করেছে। এ বছর ম্যুভিয়ানা প্রথম বারের মত ঢাকার বাইরে ফিল্ম অ্যাপ্রিসিয়েশন কোর্সের আয়োজন করেছে। কোর্সটি ম্যুভিয়ানা ফিল্ম সোসাইটির সিলেট শাখার সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠিত হবে। এ যাবত ম্যুভিয়ানা ফিল্ম সোসাইটি রাজধানী ঢাকায় চারটি ফিল্ম অ্যাপ্রিসিয়েশন কোর্স আয়োজন করেছে এবং প্রত্যেকটি কোর্স সাফল্যের সাথে সম্পন্ন করতে সক্ষম হয়েছে। এবার ম্যুভিয়ানা ফিল্ম সোসাইটি’র ৫ম ফিল্ম অ্যাপ্রিসিয়েশন কোর্সটি বিভাগীয় শহর সিলেটে প্রথম বারের মতো অনুষ্ঠিত হবে।
পাঠদান, মুক্ত আলোচনা ও চলচ্চিত্র প্রদর্শনীর ৭ দিনব্যাপী এই আয়োজন চলচ্চিত্রের শিল্পরূপ ও বিশ্বজনীন বৈচিত্র্য অনুধাবনের সপ্রাণ প্রয়াস।
কোর্সটিতে যে সব বিষয়ে পাঠদান করা হবে: বিশ্বচলচ্চিত্রের ইতিহাস, বাংলাদেশের চলচ্চিত্র ইতিহাস, চলচ্চিত্র এবং অন্যান্য শিল্প আন্দোলন, চলচ্চিত্রের সাথে অন্যান্য শিল্পমাধ্যমের সম্পর্ক, চলচ্চিত্র ভাষা, চলচ্চিত্র সমালোচনা, চিত্রনাট্য, চলচ্চিত্রগ্রহণ, আলোকচিত্র, চলচ্চিত্র সম্পাদনা, চলচ্চিত্র পরিচালনার খুটিনাটি, জনপ্রিয় চলচ্চিত্র, প্রামাণ্য ও নিরিক্ষাধর্মী চলচ্চিত্র এবং নতুন সময়ের নতুন প্রযুক্তিতে চলচ্চিত্র নির্মাণ বিষয়ক ধারনা প্রদান।
পাঠদান করবেন: প্রখ্যাত চলচ্চিত্র নির্মাতা মোরশেদুল ইসলাম, মানজারে হাসিন মুরাদ, চলচ্চিত্র সমালোচক সাব্বির চৌধুরী, অধ্যাপক ফাহমিদুল হক, শিল্পী সব্যসাচী হাজরা, আলোকচিত্র শিল্পী তানভীর মুরাদ তপু, স্থপতি রাজন দাশ, নির্মাতা সাইফুল ইসলাম জার্নাল।
কোর্সটি সমন্বয় করছেন বেলায়াত হোসেন মামুন।
কোর্সটির মেয়াদ ৭ দিন।
প্রতিদিন বিকাল ৩ টা থেকে রাত ৯ টা পর্যন্ত।
কোর্সটি হবে ২৫ সেপ্টেম্বর থেকে ১ অক্টোবর ২০১১ পর্যন্ত।
নিবন্ধনের শেষ তারিখ ২২ সেপ্টেম্বর ২০১১।
যোগাযোগ:
ক্ষিতি স্থপতি, ৮/সি, (৮ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি, জিন্দাবাজার, সিলেট।
ফোন: ০১৭১২৪০৩২১২ ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।