আমাদের কথা খুঁজে নিন

   

‘ঝুঁকির কারণে বন্ধ থাকবে মার্কিন দূতাবাস’

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে বৃহস্পতিবার এই ঘোষণা দেয়া হয়।
সিবিএস সংবাদ সংস্থা জানিয়েছে, যুক্তরাষ্ট্রের কাছে গোয়েন্দা তথ্য রয়েছে, মধ্যপ্রাচ্য এবং অন্যান্য মুসলিম দেশে আল কায়েদা মার্কিন কূটনীতিক পর্যায়ে ব্যক্তিদের ওপর হামলার পরিকল্পনা করেছে।
তবে ঠিক কোন দেশগুলোতে এ ধরনের হামলা হতে পারে তা পররাষ্ট্র মন্ত্রণালয় উল্লেখ করেনি বলে জানিয়েছে সিবিএস।
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মেরি সাংবাদিকদের দেওয়া প্রতিদিনের বিজ্ঞপ্তিতে বলেন, “যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয় রোববার ৪ অগাস্ট যেসব দূতাবাস ও কনস্যুলেট সাধারণভাবে কাজ শুরু করার কথা ছিল সেগুলো বন্ধ রাখার নির্দেশ দিয়েছে। নিরাপত্তার বিবেচনায় আগাম সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে এই পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।


অবশ্য হার্ফ কী ধরনের নিরাপত্তা ঝুঁকি রয়েছে এবং কোন কোন দূতাবাস এর আওতায় আনা হয়েছে সে সম্পর্কে কিছু বলতে অস্বীকৃতি জানান।
মুসলিম বিশ্বে রোববার একটি কর্মদিবস হিসেবে গণ্য হয়। বিশ্বের অন্যান্য দেশে রোববার যুক্তরাষ্ট্রের দূতাবাসগুলো বন্ধ থাকে।
সিবিএস সংবাদ সংস্থা জানিয়েছে এই নির্দেশের আওতায় বাহরাইন, ইসরায়েল, জর্ডান, কুয়েত, লিবিয়া, ওমান, কাতার, সৌদি আরব, ইয়েমেন, আফগানিস্তান এবং বাংলাদেশে থাকা দূতাবাসগুলো পড়তে পারে।
২০১২ সালের ১১ সেপ্টেম্বর লিবিয়ার বেনগাজিতে মার্কিন দূতাবাসে হামলা চালানো হলে মার্কিন রাষ্ট্রদূত ক্রিস্টোফার স্টিভেনসসহ ৪ জন মার্কিনি নিহত হন।

পাশাপাশি বিশ্বের অন্যান্য বেশ কয়েকটি দেশের দূতাবাসে হামলাও চালানো হয়।

সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.