আমাদের কথা খুঁজে নিন

   

বিড়ালের পিছু পিছু একদিন (আজাইরা ছবিব্লগ)

মিথ্যার চেয়ে সত্য বলা কঠিন। এই কঠিন কাজটিই করে যাচ্ছি এবং যাবো ঈদের পরদিন গিয়েছিলাম মামাবাড়ি। কিছুক্ষন ভদ্র থাকার পরে অনেক চেস্টা করেও মুরব্বী হয়ে বসে থাকতে পারলাম না। মামা বাড়ি মানেই বাদরামী। সাথে ছিলো একটি ডিজিটাল ক্যামেরা এবং ভিকটিম হলো মামার পোষা বিড়াল "পুটি"। সকালে নাস্তার পরে পুটির ঘুমের প্রস্তুতি ঘুম আসলো আসলো বলে ৫ মিনিটের মধ্যে গভীর ঘুমে বিছানায় শান্তি নেই তাই ম্যাটের নিচে পুলাপাইনের জ্বালায় ঘুমাতেও পারছে না অতপর একটি বিড়ালীয় হুমকি আমাদের জ্বালায় ঘুমাতে না পেরে গেল পাশের বাসার রান্নাঘরে একটু আতিথেয়তা পেতে কিন্তু সেখানেও ফটুগ্রাফাররা হাজির শেষপর্যন্ত রান্নাঘরের উপরে আরেকটু উপরে পালানো যায় কিনা শেষ পর্যন্ত একটি পোজ দিতেই হলো তরুন প্রজন্মকে বাচাতে এগিয়ে আসলেন দাদু বিড়াল কি গম্ভীর ভাব নামে বিড়াল হলেও একটি বেজি দেখে লুকানোর চেস্টা মন খারাপ হওয়ায় তাকে শেষ পর্যন্ত মাফ করা হলো

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।