আমাদের কথা খুঁজে নিন

   

এসেই, চলে যাও কেনো

দ্বিধা-দ্বন্দের সমীকরণ ! তুমি বারবার ফিরেই চলে যাও কেনো ? দ্যাখো, নিঃসঙ্গতার ভেতরে আনন্দ খুঁজে নেয়া আমার ভালো লাগেনা একদম ! তুমি হয়তো বলবে বৃক্ষের মত দাঁড়িয়ে থাকা মানতে পারছি না তবুও বলি, স্থির হও, স্থির হও এইরকম ইচ্ছে-আবেগ ভালো নয়, ভালো নয় ভালো লাগেনা আমার আর... বলি তুমি পাপ করছো, পাপ করছো বিষম ভালোবাসাতো শুধু তীব্র মায়াপাশ নয় এক অঙ্গীকারও বটে । তারচে বলি, এবার যোগ্য হয়ে ওঠো তুমিও, যোগ্য হয়ে ওঠো তুমি আমি পুরুষ তোমাকেই ভালোবেসেছি আমার হাত, ঠোঁটে এঁকে রেখেছো তোমার যাবতীয় ভালোবাসা, ভীষণ গুরুত্বপূর্ণ অঙ্গীকারনামা ! বলো, এভাবে চলে যাওয়া তোমার কী মানায় ? বলি তারচে তুমিও জেনে নাও নারী- ওরকম শখ কিংবা আহলাদ আমার নেই থাকতে নেই আমার কেননা, ওইসব পুতুপুতু আবেগ না থাকাই ভালো না থাকাই ভালো... এরচে বলি শোনো, দিন দিন অনুজ্জ্বল থেকে অনুজ্জলতর হয়ো না মিথ্যের জগত ছেড়ে জোনাকির এই ঝিকিমিকি দেশে এসো অতঃপর হৃদয় খুলে তুমিও দ্যাখো, -নিঃসঙ্গতার ভেতরে আনন্দ খুঁজে নেয়াটা কতটা কষ্ট আর আক্ষেপের !  

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।