আমাদের কথা খুঁজে নিন

   

এসেই পত্রিকা পড়ছি..

বাধঁ জোড়ার আওয়াজ > With Great Power, Comes Great Responsibility

প্রথমেই এসে পত্রিকা পড়া শুরু করেছি । দেশের যা অবস্থা । সে কি আর বলতে... সাফ গেমসে... দেশের সীমান্তে... কবি গুরুর মৃতু্যতে ... চরমপন্থীর বন্দুক যুদ্ধে... দলাদলিতে... না, থাক, দেশের সুনাম হয়ে গেল একটু বেশী । ইস,সবাই যদি এক হতে পারতাম । ..... তাহলেই হয়ে যেত, ব্যাপারটা, হয়ে যেত আরেক অস্ট্রিয়া ।

বাংলা আর সোনার নয়, হীরা, মতি জহরত, প্লাটিনাম সব কিছুর নামে হয়ে যেত । কিন্তু আমাদের সেই দিন কবে আসবে... প্রতিক্ষার পালা গুণে যাই । মনে হয় 2030-50 তে আসবে। একটু অনুমান করলাম আরকি । দেখুন তো কেমন লাগে আমার ওয়েব সাইট? আশাকরি ভাল লাগবে, অনেক দিনের সাধনা ।

কি বলব আর .... ভাল না খারাপ যাই বলুন, কোন সমস্যা নেই । কারণ জানি যে, এই সাইট কিছুই না, আমাকে আরও উপরে উঠতে হবে । যদি আপনাদের মতামতে আমি কোন টনিক পেয়ে থাকি উপরে উঠার তাহলে ক্ষতি কি ! আপনার নাম লিঙ্গ বয়স দেশ ব্যক্তিগত ওয়েবসাইট মতামত স্বাক্ষর করুন

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।