এসেই পড়লো তাহলে। মাস্টার্স ফাইনাল পরীক্ষা টা একেবারে ঘাড়ের উপর এসে লাফাচ্ছে। কিন্তু প্রবলেম টা হলো, পড়াশোনাতে একেবারেই মন বসছে না। পরীক্ষার ৩ দিন আগে যেখানে আমার দম ফাটিযে পড়ালেখা করার কথা, সেখানে আমি মনের সুখে পিসি নিয়ে বসে আছি। কি মজার কাহিনী।
আশে পাশে সবাই নোট গুছাতে মারাত্মক ব্যস্ত, আর আমি মরে সুখে কিবোর্ডে উল্টা পাল্টা লিখে চলেছি। আমি মনে হয় একটু এরকমই। যখন সবাই সিরিয়াস তখন আমি রিল্যাক্সড মুডে থাকি, আর যখন সবাই নরমাল, আমি তখন অতি চিন্তিত। আমার এই আজব অসুখের কোন চিকিৎসা খুজে পান, তাহলে একটু প্রেসক্রাইবড্ কইরেন দয়া করে। যাই, ঘুমাইতে যাই, টা টা, বাই বাই।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।