আমাদের কথা খুঁজে নিন

   

শুষ্ক হাওয়া.....................

সত্য ও ন্যােয়ের প্রতীক আকস্মিক উড়ে এলো শুষ্ক একটি হাওয়া বয়ে চলছে অসীম পরাক্রমে ঘর থেকে ঘরে, আলো থেকে অন্ধকারে দেশ থেকে দেশান্তরে, অন্তর থেকে অন্তরে মানুষ থেকে মানুষে, সীমা থেকে অসীমে। এ শষ্ক হাওয়ার উৎস কোথায়? এ প্রবাহের শেষ কোথায়? বইছে যে পথে এ শুষ্ক হাওয়া দেখা যায় ধ্বংসের যষ্ণ সেথা। ভালবাসায় সিক্ত মানুষের অন্তরে ফুটে উঠেছে মরু শুষ্কতা ভেঙ্গে পড়ছে ঘরের পর ঘর, দেখা দিচেছ রুক্ষতা আলোক ছটার রূপ রেখায় ফুটে উঠেছে অন্ধকারের কাঁটা দেশে দেশে মৈত্রির বন্ধনে দেখা দিয়েছে বৈরিতা, মানুষে মানুষে সম্পর্কের বন্ধনে ফুটে উঠেছে নানা তিক্ত গঞ্জনা। তাইতো শুষ্কতার টানে মানুষ ভালবাসা হারিয়ে হিংসা পেয়েছে ঘর হারিয়ে পথ পেয়েছে উৎছৃঙ্খল জীবন-যাপনে অন্ধকারকে আপন করে মৈত্রি বন্ধনে শত্রুতা এনেছে। বিশ্ব জুড়া আজ রণক্ষেত্রে; অস্ত্র সজ্জ্বায় সবায় যুদ্ধে রত হিংস্রতার আগুনে সবায় ধ্বংসে মক্ত তা দেখে শুষ্ক হাওয়া আজ আনন্দিত; এত কিছু দেখেও কেন শান্ত মানুষের চিত্ত??????????

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.