আমাদের কথা খুঁজে নিন

   

শুষ্ক বৃষ্টি

সঞ্জয় মিঠু

হোটেল চিগা রুম-৫৫৯ ভারী পর্দার আড়ালে, আধাঁরে ঢাকা অর্ধেক পৃথিবী আমার সমস্ত কবিতার খাতা রক্তে ভিজে একাকার বিছানার চাদর, নাম না জানা তন্বীর দামী পোশাক । সকাল ১০টা, দরজা খুলে বৃষ্টিতে ভিজলাম, মেঘশূন্য আকাশের নিচে- আজকাল প্রায়ই ট্রাংকুলাইজার নিতে হয় সেদিনের চেক টা একটু বড় হয়েছিল রক্তের স্বাদ পাওয়া বাঘের মত আমি প্রায়ই খোলস বদলাই, শঙ্খচূড় গোখরার দু’টি চকচকে সিকি আর কাঠালচাঁপার গন্ধ নিয়ে সোমপুরের সেই ভিক্ষারিনী আজও চোখের জল ফেলে কিন্তু দেবদারু গাছের এমনকি ইবা করার আছে। অনেক সবুজ আর প্রচুর প্রাণের স্বাদ? শাওয়ারে নীচে ভিজলাম নরম মাংসের স্বাদে জলকেলী; নগ্নতায় ভাড়া করা ট্যাক্সিতে কি আর, প্রাইভেসি পাওয়া?

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.