আমাদের কথা খুঁজে নিন

   

মাইগ্রেশন করতে চাই, কেউ সাহায্য করবেন

অািম সবিকছু জানেত চাই কোন দেশে মাইগ্রেশন করতে সহজ। আইএলটিএস নাই বা অন্যান্য দিক দিয়ে ইজি। একজন বলছে ডেনমার্ক। অন্য আর কোন দেশ আছে। যে সব দেশে আইএলটিএস লাগে তাদের কিভাবে স্কোরিং হয় যদি কেউ যানেন একটু জানালে ভালো হত্।

৬ / ৭ তারিখের পরে কানাডা , অস্ট্রেলিয়া অন্যান্য কয়েকটা এম্বেসি তে যাব ইনফো নেওয়ার জন্য। কেউ কি বলবেন আমার সিভি দেখে আমি কি মাইগ্রেশন করতে পারব। ১ - আমি ডিপ্লোমা শেষ করি ২০০১ সালে মেকানিক্যালে ২ - ইলেকট্রিক্যালে বিএসসি করি ২০১১ সালে। ৩- ৪ বছর বাংলাদেশ বিমান বাহিনী তে সিভিলিয়ান হেলিকপ্টার টেকনিশিয়ান হিসাবে চাকরি করছি। ৪ - তারপর জেনারেটর কেং তে ২ বছর ৫ - দেড় বছর মোবাইল সিম তৈরির কোম্পানিতে চাকরি ৬- এখন গত বছর ডিসেম্বর জয়েন করেছি আমেরিকান গ্যাস ড্রিলিং কোম্পানিতে এখানে যদিও আমার ইলেকট্রিক্যাল এর কোন কাজ না মকানিক্যাল এর কাজ।

৭- আমি বিবাহিত বউ ডিগ্রি পাশ. ছেলের বয়স ৪ মাস। শেষ ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.