আমাদের কথা খুঁজে নিন

   

দর্শকের প্রশংসাই বড় পাওয়া

সদ্য মুক্তিপ্রাপ্ত বলিউডি সিনেমা ‘ভাগ মিলখা ভাগ’-এর কেন্দ্রীয় চরিত্রের অভিনেতা ফারহান আখতার মনে করেন দর্শকের প্রশংসাই একটি সিনেমার সবচেয়ে মূল্যবান অর্জন। খবর জি মিডিয়া ব্যুরোর।
ভারতের দৌড়বিদ মিলখা সিংয়ের জীবনী নিয়ে নির্মিত রাকেশ ওমপ্রকাশ মেহেরা পরিচালিত ‘ভাগ মিলখা ভাগ’ সিনেমাটি মুক্তির পর থেকেই ব্যাপক সাড়া জাগিয়েছে দর্শকদের মধ্যে। সিনেমাটিতে মিলখা সিংয়ের ভূমিকায় অভিনয় করেছেন ফারহান আক্তার।
তিনি বলেন, “দর্শকরা সিনেমাটি পছন্দ করেছেন এটিতে আমরা খুবই খুশি।

মিলখা সিং এবং তার পরিবার সিনেমাটি পছন্দ করেছেন। দর্শকরাও সিনেমাটির প্রশংসা করছেন। এটিই আমাদের বড় পাওয়া। ”
ফারহান এবং মেহেরা মহারাষ্ট্রের রাজ¯^মন্ত্রী বালাসাহেব থোরাটের সঙ্গেও দেখা করেছিলেন, যেন সিনেমাটির জন্য প্রদেয় ট্যাক্স কিছুটা মওকুফ করা হয়। এ বিষয়ে ফারহান বলেন, “আমরা রাজ¯^ মন্ত্রীর কাছ থেকেও ভালো সাড়া পেয়েছি।

তিনিও মনে করেন সিনেমাটি সমাজে ভালো প্রভাব ফেলবে। আশা করছি আমাদের সিনেমার ট্যাক্স মওকুফ করবেন তিনি। ”

সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.