আমাদের কথা খুঁজে নিন

   

দর্শকের চোখে-১



মীরপুর পোর্টঅফসেপন হয় নি। তাতে কি। এখন ও অনেক ক্রিকেট বাকি। আার হেরেছি যাদের কাছে তারা এই সময়কার সব থেকে চমৎকার ক্রিকেট খেলছে। ভারতের এই দলটি শুধু কাগুজে সেরাই নয় সতিযকারের যে সেরা এটা প্রমাণ করতে মরিয়া।

বলা যায় সহবাগের প্রতিশোধের আগুনেই ডুবেছে বাংলাদেশ। বীরু সেই সব খেলোয়াড়দের তািলকাভুকত যারা দলের প্রয়োজনের সময় সেরা ক্রিকেটটা খেলে। ভারতের চার বছর আগের ভূত তাড়ানোর জ্নয এমন একটা উড়ান দরকার ছিল। বাংলাদেশের টিম থিংকাররা আাশা করি বুঝতে পারছেন মাশরাফিকে বাদ দেবার পরিণতি। মাঝে মাঝে ভুলের মাশুল অনেক বাজে ভাবে দিতে হয়।

সাকিকবের িভতর সেই পরিণতবোধ আছে যা তাকে রাংকিংয়ের সেরা অলরাউনডার বানিয়েছে। একবার কোন এক সাক্ষৎকারে তিনি বলেছিলেন হতাশায় রাতের ঘুম নসট না করে তিনি আগামীদিনের সমভাবনার কথা ভাবেন। আশা করি দলের ভিতর ও সবাইকে একই ভাবে তাতাতে পারবেন। এখনও যে অনেক লড়াই বাকি

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.