ভারত এখন অতীত। সময় এখন সামনের দিকে তাকানোর। কোয়াটার ফাইানালে যেতে হলে শুক্রবার জিততেই হবে। তবে এই চাপ যেন তামিমদের কাছে প্রেরণা হয়ে ধরা দেয়। আশরাফুলকে খেলানো হতে পারে শোনা যাচ্ছে।
গুড ডিসিশন। একটা কথায় আছে কেউ যখন ডাউন কনফিডেন্স থাকে তখন উচিৎ সহজ প্রতিপক্ষের বিরুদ্ধে খেলে খেলে আত্মবিশ্বাস বাড়ানো। তবে এইটাই শেষ সুযোগ বলে কেন তাকে চাপে ফেলা হচ্ছে?এসব অকারণ কথা বার্তা বলার অর্থই হচ্ছে আসল কাজের উপর থেকে মনোযোগ সরিয়ে ফেলা। অস্ট্রেলিয়া কি ভারতকে ফলো করছে? না হলেগ্রেগ ঝামেলাটাকে ডেকেআনলো কেন?বুঝতে পারছি দেখে শিক্ষা হয়নি ঠেকে শিখতে চায়। এখন কতদিনেরিকি পন্টিংয়ের অবস্থা সৌরভের মত হয় দেখার বিষয়।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।