দেখি তো কিছু একটু ঠিকঠাক করা যায় কিনা মাঝে মাঝে অদ্ভুত রকম সাহসী মনে হয় নিজেকে; আশ্চর্য আমি মোটেও সাহসী নই। কখনো ছিলাম বলে মনে পড়ে না তো। এ সাহসটি কেবলমাত্র সুন্দর একটি দেশের স্বপ্ন; একটি স্বচ্ছল বিশ্বের স্বপ্ন-- প্রতিনিয়ত দেখি। আশ্চর্যরকম নির্ভয়ে। স্বপ্ন দেখি পরিবর্তিত বিশ্বের; যে বিশ্ব আমরা এখনো পাই নি, যে বিশ্ব আমরা আজো, এবং আগামীতেও, কামনা করি, ও করবো। স্বচ্ছল বিশ্বের স্বপ্ন, সুন্দর দেশের স্বপ্ন হাতছানি দেয় ঘুমে: ডাকে, "আয়, আয়..." কোথায়? শোকহীন সে দেশটি, সুন্দরতম সে বিশ্বটি কখন হবে? স্বপ্ন দেখতে বাধা কোথায়!! পৃথিবীর অগণন সংখ্যার স্বপ্নিকের দলে নিজেকে দেখতে পাই সারাক্ষণ। এখনো হয় নি; কোনোদিনই হবে না এমন নয়। একদিন হবে নিশ্চয়। সে স্বপ্নটি দেখি অবসর মতো, আর বুকের খুব গভীরে লালন করি সে সুন্দরতম, মহত্তম স্বপ্নটি।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।