আমাদের কথা খুঁজে নিন

   

ছোট্টবেলার ছড়া গুলো.......(বাচ্চাদের পোষ্ট,বড়রা ঢুকবেন না)

I like to hear complain from my readers about my lacks.............................................আমি এক পরী যার ডানাও নেই, আকর্ষনও নেই ''আমাদের দেশে হবে সেই ছেলে কবে কথায় না বড় হয়ে কাজে বড় হবে'' ঘুম পাড়ানি মাসি পিসি মোদের বাড়ি এস, খাট নাই, পালং না চুপটি করে বস হাট্টিমা টিম টিম হাট্টিমা টিম টিম, তারা মাঠে পাড়ে ডিম। তাদের খাড়া দুটো শিং, তারা হাট্টিমা টিম টিম। বৃষ্টি পড়ে টাপুর টুপুর বৃষ্টি পড়ে টাপুর টুপুর নদে এল বান, শিব ঠাকুরের বিয়ে হল তিন কন্যা দান। এক কন্যা রাধন বাড়ে আরেক কন্যা খায়, আরেক কন্যা গোসল করে বাপের বাড়ি যায়। Twinkle twinkle little star Twinkle, twinkle, little star, How I wonder what you are. Up above the world so high, Like a diamond in the sky. When the blazing sun is gone, When he nothing shines upon, Then you show your little light, Twinkle, twinkle, all the night. Then the traveller in the dark, Thanks you for your tiny spark, He could not see which way to go, If you did not twinkle so. In the dark blue sky you keep, And often through my curtains peep, For you never shut your eye, Till the sun is in the sky. As your bright and tiny spark, Lights the traveller in the dark. Though I know not what you are, Twinkle, twinkle, little star. Twinkle, twinkle, little star. How I wonder what you are. Up above the world so high, Like a diamond in the sky. Twinkle, twinkle, little star. How I wonder what you are. How I wonder what you are. Humpty, Dumpty Humpty Dumpty sat on a wall. Humpty Dumpty had a great fall. All the king's horses and all the king's men Couldn't put Humpty together again! আমি হব আমি হব সকাল বেলার পাখি সবার আগে কুসুম বাগে উঠবো আমি জাগি সুজ্জি মামা জাগার আগে উঠবো আমি জেগে হয়নি সকাল ঘুমো এখন (আদনান তায়্যিব) মা বলবেন রেগে বলবো আমি আলসে মেয়ে ঘুমিয়ে তুমি থাকো হয়নি সকাল তাই বলে কি সকাল হবে নাকো আমরা যদি না জাগি মা কেমনে সকাল হবে তমার ছেলে উঠলে মাগো রাত পহাবে তবে।

বীরপুরুষ মনে কর যেনো বিদেশ ঘুড়ে মাকে নিয়ে যাচ্ছি অনেক দুরে তুমি যাচ্ছ পালকিতে মা চড়ে দরজা টুকু একটুকু ফাক করে আমি যাচ্ছি রাঙা ঘোড়া চড়ে টগবগিয়ে তোমার পাশে পাশে রাস্তা থেকে ঘোড়া খুড়ে খুড়ে রাঙা ধুলো্য় মেঘ উড়িয়ে আসে সন্ধে হলে সূর্য নামে পাটে এলেম যেনো জোড়া দিঘির মাঠে ধূধূ করে যেদিক পানে চাই কোনো খানে জনমানব নাই jhoni jhoni jhoni jhoni yes papa eating sugar (আদনান তায়্যিব) no papa telling lie no papa open your mouth Ha Ha Ha ভোঁর হল ভোঁর হল, দোর খুলো খুকুমণি উঠরে ওই ডাকে, জুঁই শাখে ফুলখুকি ছুটোরে খুলি হাল, তুলি পাল ঐ তরি চলল (আদনান তায়্যিব) এইবার এইবার খুকু চোখ খুলল আলসে নয় সে উঠে রোজ সকালে রোজ তাই চাঁদা ভাই টিপ দেয় কপালে আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে বৈশাখ মাসে তার হাঁটুজল থাকে। পার হয়ে যায় গরু পার হয় গাড়ি (মুখোশে ঢাকা আমি মুকিত) দুই ধার উঁচু তার ঢালু তার পারি। চিক চিক করে বালি, কোথা নাহি কাদা এক ধারে কাশ বন ফুলে ফুলে সাদা। নোটন নোটন পায়রাগুলো ঝোটন বেধেঁছে ওই পারেতে ছেলে মেয়ে নাইতে নেমেছে দুই ধারে দুই রুই কাতলা ভেসে উঠেছে (পাগলাঘোড়াসিটিজি) কে দেখেছে কে দেখেছে দাদু দেখেছে দাদুর হাতে কলম ছিলো ছুড়ে মেরেছে ওহ বড্ড লেঘেছে। বাবুরাম সাপুড়ে বাবুরাম সাপুড়ে, কোথা যাস বাপুরে আয় বাবা দেখে যা, দুটো সাপ রেখে যা - যে সাপের চোখ নেই, (কামরুল হাসান শাহি) শিং নেই, নোখ নেই, ছোটে না কি হাঁটে না, কাউকে যে কাটে না, করে না কো ফোঁসফাঁস মারে নাকো ঢুসঢাস, নেই কোন উৎপাত, খায় শুধু দুধভাত, সেই সাপ জ্যান্ত, গোটা দুই আন তো, তেড়ে মেরে ডাণ্ডা ক'রে দিই ঠাণ্ডা।

সকালে উঠিয়া আমি মনে মনে বলি সারাদিন আমি যেন ভালো হয়ে চলি (সুফিয়া) আদেশ করেন যাহা মোর গুরুজনে আমি যেন সেই কাজ করি ভালো মনে। গাঁয়ের পথে গরুর গাড়ী বউ চলেছে বাপের বাড়ি (হাসানুর) নদীর তীরে বটের ঝুড়ি মেঘ ছুঁয়েছে আমার ঘুড়ি খোকন খোকন ডাকপাড়ি খোকন মোদের কারবাড়ি (আকাশগঙ্গা) আয়রে খোকন ঘরে আয় দুধমাখা ভাত কাকে খায়। আদর করে নাম রেখেছি আদুরে। চিংড়ী ইলিশ চায় না কিছুই কই খাবে সে ভাদুরে। তোষক-বালিশ-জাজিমে নয় ঘুমোবে সে মাদুরে।

মা হেসে কয় ঘরে এল এ কোন দেশের সাধু রে?বড় বিলাই মাখবো না তেল চুলে রাখব ফিতে খুলে কাঁদব আমায় ছুঁলে। রাগ করেছি ঢের রাগলে আমার হুঁশ থাকে না আজকে পাবে টের। পুতুল আলমারীতে বড় বিলাই লুকোল কে রাতে? ঠাট্টা আমার সাথে? দুধ খাবো না ঠিক টিকটিকিটা বলছে খুকু ঠিক বলেছে ঠিক। আকাশ জুড়ে মেঘ করেছে সুয্যি গেছে পাটে খুকু গেছে জল আনতে পদ্ম দীঘির ঘাটে। পদ্ম দীঘির কালো জলে হরেক রকম ফুল হেঁটোর নীচে ঝুলছে খুকুর বড় বিলাই গোছা ভরা চুল।

বিষ্টি হলে ভিজবে মাথা চুল শুকোনো ভার জল আনতে খুকুমনি যায় না যেন আর। রং তুলিতে চুপচাপ মাঠের পাশে ঝোপ ঝাপ ঝোপের পাশে সোনার গাঁও একটুখানি বসে যাও(মো: লুৎফর রহমান সরকার) বসতে বসতে সন্ধ্যা বইছে বাতাস মন্দা খালের উপর ছোট্ট নাও ছোট্ট নাওয়েই পাড়ি দাও আপনাদের পছন্দের কোনো ছড়া থাকলে দিতে পারেন; ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১২ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।