আমাদের কথা খুঁজে নিন

   

ছোট্টবেলার স্মৃতিগুলো কাঁদায় বুঝি খুব

জ্যোৎস্নার বাতিতে খুঁজে চলি নীরব আন্ধার...
ছোট্টবেলার স্মৃতিগুলো কাঁদায় মাঝে মাঝে, একলা বসে ঢুকরে কাঁদি মুখটি করে বাজে। ছোট্টবেলার সেই পুতুলটি এখনও তেমনি আছে, আমার শুধু বদলে যাওয়া দিন বদলের কাছে। স্বপ্নগুলো কবেইতো শুকিয়ে হয়েছে কাঠ, স্মৃতিমাঝে ভাসে শুধু গোল্লাছুটের মাঠ। পুতুলের সেই বিয়ের দিনটি আজও পড়ে মনে, কতই মজা করেছি সেদিন খেলেছি কত জনে। বাল্যবেলার সখিরা আজ হারিয়ে গেছে সব, আমার মনে গান গেয়ে যায় স্মৃতির কলরব।
 

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।