আমাদের কথা খুঁজে নিন

   

স্মৃতিঃ যৌবনে র‍্যাটলের দ্যোতনা

আমি যারে আলতো হাতে ছুঁয়ে দিতে চাই সে যায় চলে – বিগত তোমার স্মৃতি এসে কখনও হঠাৎ উস্কে দেয় মস্তিস্কের ধূসর সেল সমূহ, তবুও এখানে নিশুত রাত্তিরে মৃত কাৎলার মতো বিভৎস এক মরা নগরের নিদ্রা দ্যাখতে দ্যাখতে ধোঁয়ায় ধূসর করি আবছায়া, আমি একা । আর নক্ষত্রের ঠিক ওইপাড়ে বসে তুমি আমাদের সোনালী অতীত নিক্ষেপ করে কাঁদাও আমায় । স্মৃতির নিগড় ছিঁড়ে উঠে আসা তোমার ছায়ারা আবার হারায় যদি, এই শঙ্কায় কাটে সুখের প্রহর । বহুকাল গ্যালো আগ্রাসী ঠোঁট কারও নামেনি আমার ঠোঁটে, শ্বদন্ত ঝিকিয়ে ওঠা চুমুতে কেউ রক্তে ধরায়নি নেশার আগুন, তাই অনির্বাণ শৈত্য আমার শিরায়-মজ্জায় । শীতল এই আমি যারে আলতো হাতে ছুঁয়ে দিতে চাই সে যায় চলে...... সর্বস্বত্ত সংরক্ষনঃ সেরিব্রাল ক্যাকটাস ।।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।