আমাদের কথা খুঁজে নিন

   

যেদিন আমি থাকবো না রে পাখি

যেদিন আমি থাকবো নারে পাখি, বুঝবি সেদিন,খুঁজবি তখন করবি ডাকাডাকি। অজুত-নিযুত মাইল দুরে, হবে যেতে তোকে ছেড়ে কোন সে অচিন নদীর তীরে থাকবো একা বসি.... যেদিন আমি থাকবো না রে পাখি, বুঝবি সেদিন,খুঁজবি তখন, করবি ডাকাডাকি। থাকবে সবাই তোদের পাশে, অর্থে-স্বার্থে ভালেবেসে তবু কেমন লাগবে একা, হাজার জনের ভিড়ে। তখন আমায় পড়বে মনে তোর ছোট্ট হ্রদয় কোণে ভাববি বসে কোথায় "আমি"? উঠবে ফুটে আমার ছবি হ্রদয় পটে ভাসি.... মা বলতেন.... যেদিন আমি থাকবো নারে পাখি, বুঝবি সেদিন,খুঁজবি তখন করবি ডাকাডাকি। (হঠাৎ করেই তাকে মনে পরছে)

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।