পরাঞ্জয়ী...
তুমি বেদনার্ত হৃদয়ে কোন এক ধূসর গোধূলিতে একা কাঁদছো, ভাসছো দুঃখের স্রোতে........................সেদিন ভেবনা যেন। একবার ডেক আমায়!আমি ছুটে যাব...............মুছে দেব চোখ, তুলে নিব তোমার জীবন তরীর বৈঠাখানি! তুমি যেমন করে ছুঁড়ে ফেললে আমায়, আমি সেদিন তেমনি করে বুকে টানব তোমায়। আমি জানি কাঁদবে একদিন! তোমার অজস্র অনাচারের অশরীরি প্রেতাত্মারা তোমার তাড়া করবে একদিন। তুমি দৌঁড়বে......জোরে .....অনেক জোরে। আমার দরজায় করাঘাত করতে লজ্জা পেওনা যেন।
আমি অনায়াসে খুলে দেব আমার বন্ধ মনের দরজা। বুকে জড়িয়ে সাহস দেব তেমনি করে যেমনটি মা তার ছোট্ট সন্তানটিকে জুজুর ভয় থেকে বাঁচায়!
যদি একা হয়ে যাও কোনদিন। তোমার সুখের পায়রা গুলো তোমায় ফেলে উড়াল দেয় দূর আকাশে................ভেবনা তুমি একা! সে আকাশের দিকে তাকিও, দেখ সব থেকে সাদা মেঘের টুকরোটি আমি। তোমায় সে ছায়া দেবে, দেবে প্রশান্তির বর্ষা-বিন্দু। তাকিও তোমার চিলেকোঠায়।
সেখানে ছোট্ট চড়ুই পাখিটি আমি, নয়ত তোমার ডাকা সেই "সোনার ময়না পাখি"! কিংবা কোন সবুজ গাছের পাতা থেকে টুপ করে ঝরে পড়া একফোঁটা শিশির!তুমি কখনও একা হবেনা! কারন তুমি "আমার" না হলেও আমি কিন্তু "তোমার"ই
বিকেল শেষে সন্ধ্যে হলে ঘরে ফিরে যদি কোনদিন দেখ সন্ধ্যা প্রদীপ জ্বালা হয়নি, খালি ঘরে খালি মন, খালি প্রাণ খালি সব,যদি খালি ঘরে ভয় পাও, যদি অস্পৃশ্য ছায়ারা পিছু নেয়, ভয় পেওনা! আমায় ডেক.............। আমি আসব! প্রদীপ জ্বালব তোমার শিওরে, হাত বুলাব মাথায়, ঠিক আগের মত করে। অন্তপুরে আঁচল বিছিয়ে শোয়াব তোমায়! তুমি কিচ্ছু ভেবনা। আমি আছি! আমি ছিলাম! শুধুই তোমার!
আমি জানি একদিন একা হবে, একদিন নিঃস্ব হবে। একদিন চিৎকার করেও কথাটি কইবার মানুষ খুঁজে পাবেনা।
ভাঙ্গা আলমারী তন্ন তন্ন করে খুঁজবে আমার কোন টুকরো স্মৃতি! পাবেনা। সেদিন ভেবে নিও আমি আছি তোমার সমস্ত শরীর জুড়ে, প্রতিটি লোমকূপে, প্রতিটি সুখানুভূতিতে! আমি আজকে যত যা করছি, যেথায় যেথায় খুঁজছি তোমায় তুমিও সেদিন তেমনি করে সেথায় সেথায় খুঁজবে আমায়। হয়ত তোমারই পেরিয়ে যাওয়া শেষ রাস্তার প্রান্তে আমি দাঁড়িয়ে রব তোমারই প্রতীক্ষায়!
সেদিন অহং এ মেতে যেন চুপ করে থেকনা। একবার বোল "এসো"। আমি ঝাঁপিয়ে পড়ব তোমারই লোমশ বুকে, একটুখানি উষ্ণতা পেতে!
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।