আমাদের কথা খুঁজে নিন

   

যেদিন

আমি হিমেল, আমার ব্লগে আপনাকেস্বাগতম।
যেদিন আমার জীবন নামাক কলমের কালি হয়ে যাবে শেষ বাড়ীতে পরিবে কান্নার রোল, আত্নীয় স্বজন পাইবে খবর আসিবে দেখিতে আমায়। মা আমার কাঁদিবে সেদিন বলে হায় হায়। সেদিন, কেউ আনিবে কাফনের কাপড় কেউ গরম করিবে জল. কেউ কাঁটিবে ঝাড়ের বাঁশ কেউ আসিয়া খুঁজিবে আমার লাশ। কেউ খুড়িবে কবর, মা আমার সেদিন কান্নার থাকিবে বিভোর। গোসল দিয়ে সাদা কাপড়ে জড়াবে কাঠের পালকি সাজাবে প্রার্থনা শেষে কাঁধে তুলিবে লাশ সবাই জানাবে আমায় বিদায়, মা আমার কাঁদিবে সেদিন বলে হায় হায়।
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।