· কবির মগে কবিতা নেই
কবির মগে এখন ছারপোকা
কবি এখন আর রাত জাগে না
পূর্নিমার খবর রাখে না
বিকেল বেলা গলির দোকানে ঝোলপুড়ি খায় না।
কবির কলম এখন শুকনো
কবির খাতায় এখন কেনা বেচার হিশেব
কবি এখন অফিসের কেরানি
যেদিন কবি ছেড়েছে তরুনীর হাত
সেদিন থেকে কবি বন্ধ্যা,শুকনো ও মরা!
কবি আর প্রসব বেদনায় কাতরায় না
রেললাইনের ধারে দাড়ায় না
কাঁদা মাটির খেলা দেখে হাসে না।
যেদিন কবি ছেড়েছে তরুনীর হাত সেদিন থেকে
কবির চোখে আগুন নেই,উন্মাদনা নেই।
কবি এখন মৃত। তার আশু সত্কার প্রয়োজন।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।