আমাদের কথা খুঁজে নিন

   

লাগামহীন ঘোড়ায় চলছে শাসনের যাত্রা

আওয়াজ উঠতে হবে, আওয়াজ উঠছে আফসোস এখানে নয়, আজকের সরকার কিংবা আজকের জনগন। আফসোস হচ্ছে আজকের যতগুলো চুক্তি বা সিদ্ধান্ত হবে তার দ্বায়ভার এ জাতিকে যুগের পর যুগ বহন করে যেতে হবে। আজকের সরকার কিংবা বিরোধী পটল তুলবেন, কিন্তু এই পঠলের রেখে যাওয়া গোপন মাইনগুলো আগামীর অসংখ্য সম্ভাবনাকে রক্তাক্ত করবে। সত্যি ভয় হয়, সত্যি দুঃখ্য হয়। সরকার কেন দলীয় এজেন্ডা কিংবা ব্যক্তিস্বার্থ নিয়ে চলে, বাংলাদেশ শব্দটা কেন কোন সরকারের অন্তরে জায়গা দখল করে না।

পতাকা কেবল গাড়ীর বাহিরে শোভা পায়, কোথাও কোন অন্তরে পতাকা শব্দটা কেন শোভা বাড়ায় না। হায়! মন্ত্রীত্বের ব্যয়ভার আজ শোধ করতে হচ্ছে জনতাকে। ঘুষখোর আমলা থেকে কর্মচারী ঈদের মার্কেটিং এ ছক্কা-চার মারছেন, অথচ সৎ মহতী লোকটির ছেলের কপালে একটি নতুন জামা দুঃস্বাধ্য হয়ে উঠছে, এর বিবেচনা কি সরকার কখনো করে, কিংবা করবে? বরাদ্দর নামে চলছে পয়সা হাতানোর পায়তারা,একের পর এক ইস্যু নিয়ে চলছে দ্বন্দ অথচ সরকার তার কাজটি সঠিকভাবে নিদির্ষ্ট নিয়মে করে যাচ্ছেন, বলি হচ্ছি আমরা কতগুলো নগেন। সরকার আজ ভারতকে সন্তুষ্ট করতে তৎপর, অথচ দেশের অভ্যন্তরে জনতার মাতামে অশ্রুর সয়লাব। সিলেট অঞ্চলের নদীগুলোর উপর ভারতীয় খড়গ কি ভবিষ্যত বিরানতার স্বাক্ষী হবে না।

নিজ দেশের দূর্ণীতির দ্বায় এড়াতে ব্যর্থ মনমোহন সরকার আমাদের জন্য কতটুকু শান্তির প্রস্তাব দিবেন, তা কি ভাববার প্রয়োজন মনে করছে না, সরকার? ড্রাকূলার মত সরকার শুষে খাচ্ছে জনতার রক্ত কি অপরাধ ছিল এম ইউ আহমেদ- এর? নির্যাতন কেবল লাঠি হাতে বিরোধীদের পেটালেই হয় না। বাজারের ব্যাগ হাতে মধ্যবিত্তদের যে গোপন ডুকরে ওঠা, ঘর্মাক্ত অবয়বে হাহাকারের গোপন কানাকানী তা কি গুপ্তহত্যার চেয়ে কম নয়। বাক্য কেবলি বিরোধীতার হবে, এমনটা ভাবা ঠিক নয়, বাক্য কি প্রতিবাদের হতে পারে না?আজ এম ইউ আহমেদের যে মৃত্যু তার জন্য কি সরকারের কোন গুপ্তহত্যার ষড়যন্ত্র প্রকাশ পায় না। একটি পরামর্শ- যোগাযোগ মন্ত্রী খামোখাই ইঞ্জিনিয়ার দের টানা হেচড়া করছেন, বিউটিপার্লারের কর্মীদের নামিয়ে দিলেই তো তারা রাস্তাগুলোর চেহারা পাউডার আর ক্রিমের যত্নে রুপময় করে দিতে পারতেন, অল্প সময়ে ভাল সেবার সেরা মান। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.