চট্রগ্রামে রিক্সা ও সিএনজি ভাড়া লাগামহীন ভাবে বৃদ্ধি পাওয়ায় জীবন অতিষ্ঠ হয়ে পড়েছে।
প্রথমে আসা যাক রিক্সা ভাড়া প্রসঙ্গে, রিক্সাওয়ালাকে ভাড়া জিঙ্ঘাসা করেন ১০ টাকার নিচে যেন রিক্সা ভাড়াই নেই। অবলিলায় ২০, ২৫, ৩০ টাকা ভাড়া চেয়ে বসে। অতচ এই একই ভাড়া কিছু দিন আগেও যথাক্রমে ৫, ১০, ১৫ টাকা ছিল। চট্রগ্রামে জিইসি মোড় সবাই চিনে, এই জিইসি মোড় থেকে ন্যাশনাল হাসপাতাল কিছু দিন আগেও ৫ থেকে ৭ টাকায় যাওয়া যেতো কিন্তু অনেক কষ্ট করে ১৫ টাকায় গেলেও আসার সময় ২০ টাকা গুনতে হলো।
তারপর আছে সিএনজি ভাড়া, এদের অবস্তা আরো খারাপ, ৫০ টাকার নিচে কথাই বলে না। সব সিএনজি তেই মিটার লাগানো আছে ( মিটার না থাকলে নাকি পুলিশ ধরে, পুলিশ যেনো মিটার দেখার জন্যই আছে ভাড়ার বিষয়ে নয় ) কিন্তু কেউই মিটারে যাবে না। সিএনজিতে উঠলেন দুরত্ত ২ কিলোও হয়নি ভাড়া চেয়ে বসবে ৪০ থেকে ৫০ টাকা যদিও মিটারে ১৪ টাকার প্রাথমিক সীমা তখনও অতিক্রান্ত হয়নি। এই ভাড়া খুব বেশী হলে ২০ টাকা চাইতে পারে, ৪০ বা ৫০ টাকা কখনোই না।
কোন উপায় নেই, আপনাকে যেতেই হবে।
গুটি কয়েক মানুষের কাছে আমরা সবাই জিম্মি হয়ে আছি। এই অবস্তার উন্নয়ন হওয়া প্রয়োজন। আমার মতে প্রত্তেক রুটে নির্ধারিত দুরত্তে সরকার/যথাগোয্য কর্তিপক্ষ দারা ভাড়া নির্ধারন করা প্রযোজন।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।