সহজ সরল ভালবাসা সুন্দর বৃহস্পতিবার বিচারপতি এএইচএম শামসুদ্দিন চৌধুরী ও বিচারপতি গোবিন্দ চন্দ্র ঠাকুরের বেঞ্চ এ আদেশ দেয়।
বুধবার জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় দুই নেতার দেওয়া বক্তব্য আদালতের নজরে আনেন সরকারের প্রধান আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। এর পরিপ্রেক্ষিতে আদালত স্বতঃপ্রণোদিত হয়ে এ আদেশ দেয়।
আদেশের অনুলিপি পাওয়ার সাত দিনের মধ্যে এটিএন নিউজ, এটিএন বাংলা, চ্যানেল আই, এনটিভি, দিগন্ত টিভি, মোহনা টিভি, দেশ টিভি, মাই টিভি ও ইন্ডিপেন্ডেন্ট টিভিসহ নয়টি চ্যানেলকে ওই বক্তব্যের ধারণ করা চিত্র সম্বলিত সিডি আদালতে জমা দিতে বলা হয়েছে।
প্রেসক্লাবের ওই আলোচনা সভায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ফখরুল বলেন, আদালতই দেশ চালাচ্ছে।
সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক আদালতকে এমন জায়গায় নিয়ে গেছেন যে দেশের ক্লাব, মাঠ-ঘাট, নদী থাকবে কি থাকবে না- তা সব আদালত নির্ধারণ করছে।
অন্যদিকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ স্থানীয় সরকারমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলামের সাম্প্রতিক এক মন্তব্যের প্রতি ইঙ্গিত করে বলেন, সরকার প্রশাসন ও বিচার বিভাগকে নিয়ন্ত্রণ করছে। মিডিয়ার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে। সত্য বলতে বাধা দিচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।
অ্যাটর্নি জেনারেল বলেন, ‘২৪ আগস্ট প্রেসক্লাবে একটি অনুষ্ঠানে আদালত দেশ চালায় বলে মন্তব্য করা হয়েছে।
আপনারা সিডিটি দেখলে বুঝতে পারবেন এতে আদালত অবমাননা করা হয়েছে কিনা। ’ ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।