আমাদের কথা খুঁজে নিন

   

দায়মুক্তির সিদ্ধান্ত ! আদালতকে ধন্যবাদ

ডাক্তার মানুষ, অনেক ব্যস্ত
মাসখানেক আগে আমি খুমেকের ফরেনসিক মেডিসিন বিষয়ের একজন স্বনামধন্য শিক্ষককে প্রশ্ন করেছিলাম, "স্যার যদি এমন হয় যে পেশেন্ট আমার কাছে 11th Hour (শেষ মুহূর্তে) আসলো, এখন তাকে বাঁচাতে গেলে আমাকে পুলিশকে খবর দেয়া যাবেনা, কারণ সময় নেই । এই অবস্থায় আমি কি করব ?" তিনি বললেন, "কিছুই করার নেই, Call The Police." আমি বললাম, "স্যার, পেশেন্ট ???" স্যার বললেন,"শোন ছেলে, আমি তোমার মনের অবস্থা বুঝতে পারছি......পেশেন্টের কিছু একটা হবে, কিন্তু তুমি যদি পুলিশের লাথি অথবা আদালতের ছ্যাচা খেতে না চাও তবে পেশেন্টের অবস্থা যাই হোক, সবার আগে পুলিশকেই খবর দিতে হবে। পুলিশের দেখা হলে Then ট্রিটমেন্ট দেবে। আমাদের Medical Ethics বলে আগে পেশেন্ট বাঁচাতে তো ? কিন্তু আমাদের কোর্ট সেটা বলেনা ... কত পেশেন্ট শুধু পুলিশ আসার দেরীর কারনে আমার চোখের সামনে মারা গেছে তা গুনে বের করা যাবে না...কিন্তু কিচ্ছু করার নেই। কারণ আমাদের হাত-পা বাধা।

We are just like Prisoners." . . . . কথাগুলো খুব কানে বাজলো...সত্যিই তো! আমরা ডাক্তাররা খুব নিরুপায়। . . . সম্প্রতি সুপ্রীম কোর্টের এক অধ্যাদেশের উপর নজর এল পত্রিকায় -- সাথে সাথে চোখ আটকে গেল। তাতে লেখা ছিল, "সুপ্রীম কোর্টের হুকুম জারি। । আগে চিকিৎসা পরে পুলিশ তলব" পুরো খবরটা এক নিঃশ্বাসে পড়ে ফেললাম।

এর সারমর্ম ছিল -- দুর্ঘটনায় যদি কারও জীবননাশের শংকা দেখা দেয়, তবে ডাক্তার রোগীর জীবন রক্ষার্থে যেটুকু না হলেই নয় অর্থাৎ জীবন বাঁচাতে আবশ্যক চিকিৎসা পুলিশের অনুমতি ব্যতিরেকেই করতে পারবেন। পুলিশকে তাৎক্ষণিকভাবে খবর দেয়া বাধ্যতামূলক নয়। খবরটা পড়ে অসম্ভব ভালো লাগায় মনটা ভরে গেল। এই একটা অধ্যাদেশের কারনে সারাদেশে কত প্রাণ বেঁচে যাচ্ছে তা গুনে বের করবার নয়। দেরীতে হলেও একটা গুরুত্বপূর্ণ জনহিতকর সিদ্ধান্ত নেয়ার জন্য আইনপ্রনেতাদের অবশ্যই ধন্যবাদ প্রাপ্য ... ধন্যবাদ মাননীয় সুপ্রীম কোর্ট , ধন্যবাদ জাতীয় সংসদ ।

বি.দ্র. : আমার বিশ্বাস আমার সকল ডাক্তার সহকর্মীরা ও সহপাঠীরা এই বিষয়টি জানেন। কিন্তু অনেকেরই এটা জানা নেই/জানা নাও থাকতে পারে। তাই সংবাদটি সকলের কাছে পৌঁছে দেয়াটা নিজের কর্তব্য বলে মনে করলাম।
 

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.