আমাদের কথা খুঁজে নিন

   

আদালতকে আর নিচে নামাতে চাই না: রফিক-উল হক



যেদিন খালেদা জিয়াকে বাড়ী থেকে বের করে দেওয়া হয় সেদিন চ্যানেল আই এ রাত ১২.০০ টায় সংবাদ প্রতিদিন অনুষ্টানে মতিউর রহমানের এক প্রশ্নের জবাবে তিনি বলেছিলেন "খালেদা জিয়ার বাড়ীর কেসের ম্যারিট ভাল আর এটা বুজতে পেরেই হয়ত সরকার খালেদা জিয়ার আপিল শনানীর আগেই তাকে বাড়ী থেকে বের করে দিয়েছে। " আর আজ বললেন --আদালতকে আর নিচে নামাতে চাই না। আদালত সম্পর্কে আর কোন মন্তব্য করতে চাই না। আদালতকে অনেক নিচে নামিয়েছি। আর নিচে নামাতে চাই না।

এ মন্তব্য বিরোধী দলীয় নেত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আইনজীবী ব্যারিস্টার রফিক-উল হকের। বুধবার সেনানিবাসের বাড়ি নিয়ে খালেদা জিয়ার আদালত অবমাননা মামলার শুনানি শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। তিনি প্রশ্ন করেন, এটর্নি জেনারেল কিভাবে জানলেন বর্তমান বিচারপতি এবিএম খায়রুল হকই আগামী তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা হচ্ছেন। তিনি জানান, বর্তমান প্রধান বিচারপতি বিদায় নিবেন আগামী মে মাসে। ডিসেম্বর মাসে বিদায় নিবেন আপিল বিভাগের বিচারপতি শাহ আবু নাঈম মমিনুর রহমান।

সে হিসেবে সর্বশেষ বিদায়ী বিচারপতিই হন তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা। অথচ এটর্নি জেনারেল কিভাবে বর্তমান প্রধান বিচারপতিকে আগামী তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা বানালেন তা বোধগম্য নয়। ক্ষমতায় গেলে বাড়ি ফিরে পাওয়ার সুযোগ আছে কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে ব্যারিস্টার রফিক-উল হক বলেন, সরকার পরিবর্তন হলে অনেক কিছুই সম্ভব। এখনও তার প্রমাণ পাওয়া যাচ্ছে। হাজার হাজার মামলা বাতিল হচ্ছে।

তবে তা বিচার বিভাগ ও দেশের জন্য মঙ্গলজনক নয় বলে মন্তব্য করেন তিনি। তথ্যসুত্র: শীর্ষ নিউজ ডটকম।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.