আগে আমাদের জানতে হবে পিশাচ কি ?পিশাচ একধরনের রূপকথার দানব যে মানুষের মৃতদেহ ভক্ষন করে। আমাদের সমাজে অনেক মানুষ আছে- তারা মরা মানুষ খায় না, কিন্তু তাদের আমার পিশাচ মনে হয়। যাই হোক, মূল গল্পে যাই ।
যুগ যুগ ধরে মানুষের কাছে বাদুর,সাপ,নেকড়ে অশুভ শক্তির প্রতিক হয়ে বিভিন্ন সাহিত্য-গল্পে ভৌতিক আবহ তৈরি করেছে। হয়ত পূর্বে মানুষ প্রকৃতির খুব কাছাকাছি ছিল।
হয়ত তাই বনের ভয়ঙ্কর হিংস্র প্রানীদের নামে বাচ্চাদের ভয় দেখানোর জন্য গল্প ফেঁদেছিল ,সেই গল্প বিভিন্ন ডালপালা বিস্তার করে ভৌতিক গল্প হিসেবে এখনও জনপ্রিয় ।
মেরি চেলেস্ট আমেরিকার তৈরি বিশ্ব বিখ্যাত জাহাজ। ১৮৭২ সালে মেরি চেলিসটা অ্যাটলান্টিক মহা সাগরে ভ্রমণ এর উদ্দেশ্যে নাবিক আর ১০জন জাহাজের স্ক্রু নিয়ে রওনা হয়। ভ্রমন এর এক পর্যায় জাহাজটা সাগরে আরেকটা জাহাজের নজরে পরে। সেই জাহাজের নাবিকের নাম ডেই গ্রাটিয়া।
ডেই গ্রাটিয়া দূর থেকে মেরি চেলেস্ট কে দেখতে পান। তার কাছে মেরি চেলেস্ট জাহাজ টাকে অদ্ভুদ মনে হয়। তিনি কাছে গিয়ে ডাকাডাকি করেন ভিতরে কেউ আছে কিনা কিন্তু কোন সারা শব্দ শুনতে পান না।
তার কাছে ব্যাপারটা অদ্ভুদ লাগে। এত বড় জাহাজ সাগরে অথচ ভিতর থেকে কেউ কোন উত্তর দিচ্ছে না কেন? তিনি বুঝতে পারলেন জাহাজে অদ্ভুদ কিছু ঘটেছে।
তিনি মেরি চেলিস্টার ভিতর প্রবেশ করলেন ব্যাপারটা বুঝার জন্য। তিনি অদ্ভুদভাবে লক্ষ্য করলেন খাবার গুলো টেবিলে ঠিকঠাক ভাবে সাজানো, অন্য অন্য জিনিষ পত্রও ঠিক ঠিক জায়গায়ই আছে এমনকি জাহাজের কোথাও কোন আঘাতের চিহ্ন পর্যন্ত নেই। তাহলে প্রশ্ন হচ্ছে জাহাজের নাবিক আর অন্যরা কোথায় গেল?
নাবিক ডেই গ্রাটিয়া, চারদিকে ভালোভাবে লক্ষ্য করলেন ব্যাপারটার কোন ক্লু পান কিনা! তিনি মেরি চেলেস্টা জাহাজের ডায়রি খুজে পেলেন। সাধারণত জাহাজের ডায়রিতে দৈনন্দিন কার্যকম লিখে রাখা হয়। মেরি চেলেস্টা জাহাজের ডায়রিটা ১০ দিন আগের।
পাশে টেবিলের খাবার গুলো দেখে মনে হচ্ছে কয়েকদিন আগের মাত্র। এরমানে কিছুদিন আগেও জাহাজে লোক ছিল। তাহলে প্রশ্ন হল ডায়রিতে দৈনন্দিন কার্যকমের কিছুই লিখে রাখেনি কেন?
মেরি চেলেস্টা জাহাদের এই রহস্যের ব্যাপারে অনেকেই অনেক ধরনের ব্যাক্ষা দিয়েছে। কিছু মানুষ বলে বড় বড় অক্টপাস জাহাজে এসে সবাইকে খেয়েফেলে ছিল আবার কেউ বলে খারাপ আবহাওয়ার কারনে সবাই ঝড়ে উড়ে গেছে। কিছু মানুষ মনে করে মেরি চেলেস্টা ছিল অভিশপ্ত জাহাজ।
কেউ এই রহস্যের সঠিক উত্তর দিতে পারেনি। মেরি চেলেস্টা পৃথিবীর মানুষের কাছে আজও এক রহস্য। ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।