আমাদের কথা খুঁজে নিন

   

পিশাচ কাহিনী



আজকাল পেছন পেছন কে যেন তাড়া করে মুনকার নাকির না শিকারী কোনো বেড়াল? সাহস করে পেছনে তাকিয়ে দেখি না। কারণ ছেলেবেলায় মা বলতেন দুষ্ট জ্বীনেরা পেছন পেছন তাড়া করে। আর মুখ ফেরালেই ঘাড় মটকে দেয়। আমি অশ্বের গতি নিয়ে হাটতে থাকি গাঢ় অন্ধকারে মাছের চোখের মতো চোখ মেলে ঘমিয়ে যাই। বস্তুত একে ঘুমও বলা যায় না। মায়া কিংবা দৃশ্য পরিবতর্নের মতো। আমার মনে পড়ে দহনকালের পিশাচদের কথা ও শিকারি! তুমিও কি দেখেছিলে রাতের অন্ধকারে পিশাচদের দীর্ঘ সঙ্গম

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।