আমাদের কথা খুঁজে নিন

   

পিশাচ নিধনের ডাক

হাসছে দেখ ঐ পিশাচ দানব ধর্ম বেচা চাঁদের প্রতীক, চোয়াল দাড়ি। বলছে শোন, কইরে তোরা ইঁদুর ছানা? বীর জাতী তোর পূর্বসূরি। বাঘের ঘরে ইঁদুর ছানা আহার পেলে গর্তে লুকা। ভাবিস কি তাই, ইঁদুর ছানা আমরা সবাই? আয়রে তরুণ, কইরে তোরা? যুদ্ধ হবে পিশাচ মারা বিশাল দানব পিশাচ বেটা, মারবি যেথা লাগবে হেথা। ভয় কিরে, ওরে মরার লাগি? মরেছিস তো মায়ের কোলে অনেক আগেই।

এবার হবে লাশের মিছিল, জ্যান্ত লাশ সব হ’রে সামিল। বুলেট বোমা, থাক তোলা থাক, অস্ত্র হোক চেতনায় ঐক্যের ডাক। গর্জে উঠ স্লোগান মুখর, উত্তরসূরি মোরা বঙ্গবীর। এই কবিতাটা আমি প্রায় ২ বছর আগে লিখেছিলাম, ফেইসবুক ও ব্লগ এ পোস্ট করেছিলাম ৫/৬ মাস আগে। তখন স্বপ্ন দেখতাম বাংলাদেশের সচেতন তরুণরা ওই পিশাচ রাজাকারদের বিরুদ্ধে এক হবে।

সবাই রুখে দাঁড়াবে। এই স্বপ্ন আমি একা দেখিনাই, সবাই দেখেছে। তাই আজ সবাই এক হয়েছে। রুখে দাঁড়িয়েছে............ তাই আজ আবার এই কবিতাটি পোস্ট করলাম। দুই একটা লাইন এ অল্প কিছু পরিবর্তন করে নিয়েছি সময়ের দাবিতে।

আমারা বীর জাতীর উত্তরসূরি, আমরা ইদুর ছানা হয়ে থাকব না............ ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।