সারা পৃ্থিবীতে ফেসবুক অতি পরিচিত একটি নাম।যেখানে মানুষ দূ্রত্ব ভুলে সবাই একসাথে নতুন পৃ্থিবীর বুকে বিচরন করছে স্বাধী্নভাবে(!!!!!!) যার যার মত প্রকাশ করছে;কেউ কেউ আবার বন্ধুত্বের পসরা সাজিয়ে বসে আছে।কিন্তু আজকাল বেশীরভাগ মানুষের আলোচ্য বিষয় দেশ।পেজগুলি দেশের দুর্নীতি ও সমাজ সমস্যাগুলি নিয়ে আলোচনা করছে;মানুষ হামলে পড়ছে সেসব পেজ এ;মতামত দিচ্ছে,আলোচনা করছে,সরকারকে ধুয়ে ছাড়ছে। অন্যদিকে রয়েছে বাংলা ব্লগগুলি তারাতো দেশের উন্নতির জন্য রীতিমত মারামারি করছে; দুর্নীতির বিরুদ্ধে তাদের পোষ্টগুলি গোলারমতো।সামুর কথা কি বলব!!!পুরা বাঁধ ভাঙ্গার আওয়াজ ই। আজ ২৪ আগস্ট থেকে আমি দ্রোহ৩৭ এর সামুতে যাত্রা শুরু হল।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।