চারিদিকে দেখো চাহি হৃদয় প্রসারি দেশভাগ ভারত পাকিস্থান বাংলাদেশ তিনটি দেশের পক্ষেই ক্ষতিকর হয়েছে। সীমান্ত সমস্যা বেড়েছে, তার দরুণ খরচ বেড়েছে অনেক। প্রতিরক্ষা ব্যয় কমালে স্বাস্থ্য, শিক্ষা, গণপরিষেবায় খরচ অনেক বাড়ানো যে। ঐতিহাসিকভাবে যে ঐক্য, তাকে কীভাবে বজায় রাখা যেত, সে নিয়ে আরো ভাবার দরকার ছিল। একটা ফেডারেল কাঠামো সমস্যার সমাধান হতে পারত কিনা, যেখানে ধর্মীয় সংখ্যালঘু, আদিবাসীদের জন্য আলাদা রাজ্য এবং সর্বোচ্চ পর্যায়ের সায়ত্তশাসন, আমেরিকার রাজ্যগুলোতে যেরকম অনেকটা আছে, সেরকম বা তারও বেশি - সেটা নিয়ে প্রচুর চিন্তাভাবনা দরকার ছিল। যাইহোক শেষপর্যন্ত রাষ্ট্র তিনটি ভাগ হয়েছে। কিন্তু এই উপমহাদেশের রাষ্ট্রগুলির যতই (পুঁজির জন্য) মারামারি থাক, জনগণের, অন্তত তার সংবেদনশীল, বাম গণতান্ত্রিক সেক্যুলার অংশের দায়িত্ব উপমহাদেশের জনগণের ঐক্য ও সংহতিকে দৃঢ় করার চেষ্টা করা। তবে রাষ্ট্রের বিভিন্ন কাজ, যেমন - গোধরা কাণ্ড,গুজরাট গণহত্যা, পাকিস্থানী মদতে মুম্বাইতে সন্ত্রাসবাদী হামলা, বি এস এফ এর নৃশংস সীমান্ত হত্যা, অসম চুক্তি ও পণ্য বিনিময় - এসব জনগণকেও পরস্পরের প্রতি বিদ্বিষ্ট করে দেয়। সেটাই শঙ্কার, আবার সেটাকেও চ্যালেঞ্জ হিসেবেই নিতে হবে জনগণের ঐক্যর প্রেক্ষিতে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।