দীর্ঘ ৮ বছর বিরতীর পর এটি ছিল বাংলাদেশ কেনেল ক্লাবের আয়োজনে পঞ্চম ‘অ্যানুয়াল ডগ শো’। নানান জটিলতার কারণে মাঝখানে বন্ধ থাকলেও ডগ শোটি আবারও প্রতিবছর নিয়মিত আয়োজন করা হবে বলে নিশ্চিত করেছেন বাংলাদেশ কেনেল ক্লাবের অর্গানাইজিং সেক্রেটারি রায়হান চৌধুরি।
শো উপলেক্ষ্য লালামাটিয়া বয়েজ স্কুল মাঠে যেন বসেছিল দেশি-বিদেশি কুকুরের মেলা। জার্মান শেফার্ড থেকে শুরু করে ছিল সরাইলের হাউন্ড। আরও ছিল জার্মান রটওয়েইলার, ইংলিশ ককস্প্যানিয়েল, সেইন্ট বার্নার্ড, ল্যাবরাডর রিট্রিভার, ডোবারম্যান এবং পিটবুলসহ বিভিন্ন জাতের প্রায় ৮০টি কুকুর।
ডগ শোতে উপস্থিত কুকুরগুলোর জন্য পুরস্কারের ব্যবস্থাও ছিল। আনুগত্য, দৈহিক গঠন, বেস্ট ইন ব্রিড, বেস্ট পাপিসহ বিভিন্ন ক্যাটাগরিতে দেয়া হয়েছে পুরষ্কার। আর ‘বেস্ট ইন শো’ ক্যাটাগরিতে পুরষ্কার জিতে নেওয়া ৫টি কুকুর হল:
১. নালা (জার্মান শেফার্ড)
২. ফ্যান্টা (পাগ)
৩. স্যান্ডি (ডোগা আর্জেন্টিনো ব্রিড)
৪. টাইসন ( ডোবারম্যান)
৫. টাশা (রটওয়েইলার)
প্রতিযোগিতায় বিচারক হিসেবে ছিলেন ভারত থেকে আগত বিচারক সুদিপ্ত সঙ্কর ভাদুরি।
বাংলাদেশ কেনেল ক্লাব আয়োজিত পরবর্তী ‘অ্যানুয়াল ডগ শো’ অনুষ্ঠিত হবে ২০১৫ সালের জানুয়ারি মাসে।
ক্লাবের সিলভার জুবিলি উপলক্ষ্যে বড় করে অনুষ্ঠান করা হবে বলে জানিয়েছেন ক্লাবের অর্গানাইজিং সেক্রেটারি রায়হান চৌধুরি।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।