(১) ‘‘অপ্রকৃতিস্থ সে-ই, যে একই জিনিস বারবার করে এবং ভিন্ন ভিন্ন ফল আশা করে। ’’ -অ্যাল্বার্ট আইন্স্টাইন
(২) ‘‘নিজের একটা চিন্তা, অন্যের কাছ থেকে ধার করা দু'টি চিন্তার চেয়ে অনেক বেশি দামী। ’’ -ম্যাক্সিম গোর্কি
(৩) ‘‘জানা সত্ত্বেও মেনে না চলার চেয়ে না জানাই ভাল। '-টেনিসন
(৪) ‘‘ত্বরিত ক্ষমা-প্রদর্শন ভদ্রতার নিদর্শন। আর ত্বরিত প্রতিশোধ গ্রহণ হীনতার পরিচায়ক।
’’ -হযরত আলী (রাঃ)
(৫) ‘‘পরের দুঃখ নিয়ে যারা চিন্তা করে, তাদের নিজেদের দুঃখ বলে কিছু থাকে না। ’’ -জর্জ ক্যানিং
(৬) ‘‘আশা হচ্ছে জেগে স্বপ্ন দেখার মতো। ’’ -এরিস্টটল
(৭) ‘‘আনন্দহীন জীবন, জীবন নয়। ’’ -ইমারসন
(৮) ‘‘প্রয়োজন লজ্জাবোধ করে না। ’’ -প্লুটাস
(৯) ‘‘সংযম সুখ বৃদ্ধি করে।
’’ -ডেমোক্রিটাস
(১০) ‘‘ভাষা হলো চিন্তার পোশাক। ’’ -জনসন ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।