বৃহস্পতিবার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে প্রথম পর্বের ‘এ’ গ্রুপের লড়াইয়ে ১৪২ রানের লক্ষ্যে ব্যাট করতে নামা আফগানিস্তানের শেষ ওভারে প্রয়োজন ছিল ২৪ রান।
কামির প্রথম ৪ বল থেকে ১৪ রান নিয়ে আফগানদের জয়ের স্বপ্ন দেখাচ্ছিলেন আসগর স্তানিকজাই। কিন্তু পঞ্চম বলে কয়েক দিন আগে এশিয়া কাপে বাংলাদেশের বিপক্ষে দারুণ এক ইনিংস খেলা স্তানিকজাইকে (৩৬ বলে ৪৯) ফিরিয়ে দেন কামি। শেষ বলটি ‘ডট’ হওয়ায় জয়ের আনন্দে মেতে ওঠে নেপালিরা।
নেপালের জয়ে সবচেয়ে বড় অবদান আরেক মিডিয়াম পেসার জিতেন্দ্র মুখিয়ার।
৪ ওভারে ১৮ রানে ৩ উইকেট নিয়ে তিনিই ম্যাচের সেরা খেলোয়াড়। কামি ও বাঁহাতি স্পিনার শক্তি গাউচানের শিকার দুটি করে উইকেট।
এর আগে টস হেরে ব্যাট করতে নেমে উদ্বোধনী ব্যাটসম্যান সুবাস খাকুরেলের ৫৩ বলে ৫৬ রানের সুবাদে ৫ উইকেটে ১৪১ রান করে নেপাল।
শারদ ভেসাভকার ৩৭ ও জ্ঞানেন্দ্র মাল্লার ব্যাট থেকে আসে ২২ রান।
আফগানিস্তানের পক্ষে ১৯ রানে ২ উইকেট নেন বাঁহাতি পেসার শাপুর জাদরান।
সংক্ষিপ্ত স্কোর:
নেপাল: ২০ ওভারে ১৪১/৫ (খাকুরেল ৫৬, সাগর ৮, জ্ঞানেন্দ্র ২২, পরশ ১, ভেসাভকার ৩৭, ভান্ডারি ৪*, নরেশ ২*; শাপুর ২/১৯, আশরাফ ১/১৪, দৌলত ১/২৩, নবী ১/২৫)
আফগানিস্তান: ২০ ওভারে ১৩২/৮ (শাহজাদ ৬, করিম ৮, নাজিবুল্লাহ ৫, মঙ্গল ৫, শফিকুল্লাহ ৩৬, নবী ১. স্তানিকজাই ৪৯, সেনওয়ারি ১৫, আশরাফ ২*, দৌলত ০*; মুখিয়া ৩/১৮, গাউচান ২/২৫, কামি ২/৩২ রেগমি ১/২৮)
ম্যাচ সেরা: জিতেন্দ্র মুখিয়া।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।