আমাদের কথা খুঁজে নিন

   

স্মরণীয় বাণী (!)........... মাফ চাই বাপ.......



অন্ধকারে বাবা ও মেয়ে বারান্দায় দাড়িয়ে- মেয়ে: বাবা, তুমি তারা গুনতে পারো? বাবা: না মেয়ে: বাবা, তুমি চাঁদ সুর্য গুনতে পারো? বাবা: না মেয়ে: একটা চাঁদ একটা সূর্য বুঝছো!! ------------------------- বাবা ও মেয়ে রিক্সায় বাজার থেকে ফেরার পথে- মেয়ে: বাবা, আজ তো তোমার অনেক টাকা খরচ হয়ে গেল তাইনা? বাবা: হ্যাঁ বাবা। মেয়ে: তাতে অবশ্য আমার কিছু আসে যায় না। তোমার তো যায় আসে তাইনা বাবা? -------------------------- অলস সময়ে বাবাকে মেয়ের জিজ্ঞাসা- মেয়ে: বাবা টাইম কত? বাবা: টাইম কি রে? মেয়ে: বাহ, তুমি তো আগে ঘড়ি চিনতা এখন চিননা! ------------------------------ আবারো অন্ধকারে বাবা ও মেয়ে দাঁড়িয়ে কথোপকথন- মেয়ে: বাবা তুমি জানো বার্বি কি? বাবা: না। মেয়ে: তুমি জান বার্বি কিভাবে জামা কাপড় পরে? বাবা: না। মেয়ে: প্রথমে পেন্সিল দিয়ে বার্বির ছবি এঁকে, পরে রং দিয়ে জামা কাপড় দিলেই হয়ে গেল।

---------------------------- সংগৃহীত- বিশিষ্ট দার্শনিক ও কথাশিল্পী (!) মিজ আরমিন মায়মুনা সুহাসিনীর অমৃত বচন থেকে। জন্ম- ২০০৪ খ্রীস্টাব্দ যার পিতৃত্বের কারণে আজ আমার নাকাল দশা। সংগ্রাহকের বিনম্র আবেদন- ভাই-বোনেরা যারা ইতোমধ্যে শিশুদের 'না' বলা শিখেছেন, তারা অতিসত্বর 'হ্যাঁ' বলা শিখে নিন। নয়তো বেঘোরে মাথা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। আমার যেমনটা হয়েছে।

সবাইকে ১৪১৭ সালের শুভেচ্ছা। সবার জন্য এ বছরটি পয়মন্ত হোক।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।