আমাদের কথা খুঁজে নিন

   

বাড়িতে বসেই ক্ষতের চিকিত্সা

শেষ বলে কিছু নেই আমরা প্রায়ই নানা ধরণের দূর্ঘটনার শিকার হই। আর তাতে তেমন মারাত্মক সমস্যা না হলেও ছোট-খাটো ক্ষত সৃষ্টি হতেই পারে। ছিড়ে যাওয়া,ছুলে যাওয়া,কেটে যাওয়া এগুলো হরহামেশাইহয়। বাচ্চাদের ক্ষেত্রে এগুলো হবার সম্ভাবনা আরো বেশী। কখনও কখনও আবার গৃহপালিতপশু বা বন্যজীব যেমন- কুকুর, বেড়াল,বেজী,বাদুর,শিয়াল কামড়ে বা আচড়ে দিতেপারে।

ক্ষতের প্রাথমিক চিকিত্সা আমরা বাড়িতে বা ঘটনাস্থলে কি করে করবো? আজকে তাই নিয়ে একটু আলোচনা করা যাক হৈ-চৈ হাঙ্গামা না করে আগে নিজের দুটো হাত ভালো করে সাবান ও পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিন। কারণ ময়লা বা নোংরা হাতে ক্ষত পরীক্ষা বা পরিষ্কার করা ঠিক না- তাতে ক্ষতে প্রদাহ হবার সম্ভাবনা বেড়ে যায়। এবার ক্ষতস্থান পরীক্ষা করুন। রক্তপাত হচ্ছে কি না, ময়লা লেগেছে কি না ক্ষতে। ক্ষতের পরিমাণটাই বা কেমন।

এসব পরখ করার পর সাবান ও পরিষ্কার পানি দিয়ে ক্ষত খুব ভালো ভাবে ধুয়ে নিতে হবে। একটু বেশী পানি দিয়ে বা রানিং ওয়াটারে ধুলে ভালো হয়। এবারে শুকনো পরিষ্কার কাপড় না হলে ফেসিয়াল টিস্যু দিয়ে জায়গাটা হালকা ভাবে শুকিয়ে নিন। যদি পরিলক্ষিত হয় ক্ষত দিয়ে রক্ত বের হচ্ছে তবে তা পরিষ্কার কাপড় বা গজ দিয়ে চেপে রাখুন ২০ মিনিট। রক্ত বন্ধ হলে বিটাডিন বা হেক্সিসল দিয়ে পরিষ্কার করুন ক্ষতস্থান।

তাতে প্রদাহের হার অনেক কমে যাবে। এবার একটু এন্টিবায়োটিক মলম যেমন- নিউমাইসিন বেসিট্রাসিন, মিউপেরিসিন,জেন্টামাইসিন ইত্যাদি লাগালে ভালো হয় (কখনও ভুলেও কোন ষ্টেরয়েড মলম লাগাবেন না)। ১২-২৪ ঘন্টা হালকা ব্যান্ডেজ করে রাখতে পারলে আরো ভালো হয়। ব্যথা প্রশমনের জন্য এর পর একটু প্যারাসিটামল খাওয়া যেতে পারে। তবে যদি ক্ষত থেকে রক্তক্ষরণ ২০ মিনিটের মধ্যে বন্ধ না হয় তবে নিকটস্থ হাসপাতাল বা স্বাস্থ্যকেন্দ্র যেতে হবে পরবর্তী চিকিত্সার জন্য।

যদি ক্ষতটি তৈরী হয় কুকুর,বেড়াল,বেজি,শেয়াল,বাদুর,ইঁদুর বা এ জাতীয় প্রাণীদিয়ে তবে তা আরো গুরুত্বের সাথে দেখতে হবে। আগের মতই পরিষ্কার পানি ও সাবান দিয়ে ক্ষতস্থান ৩/৪ বার ভালো করে ধুতে হবে। তারপর বিটাডিন দিয়ে পরিষ্কার করতে হবে। এক্ষেত্রে ব্যান্ডেজ দেয়া যাবে না। প্রাথমিক চিকিত্সার পর নিকটস্থ হাসপাতালে যেয়ে এন্টিরেবিস ও এন্টি টিটেনাস ভেকিসন দিতে হবে।

পাশাপাশি প্যারাসিটামল ও মুখে এন্টিবায়োটিক খেতে হতে পারে চিকিত্সকের পরামর্শ অনুযায়ী। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।