আমাদের কথা খুঁজে নিন

   

আমার বাড়িতে বাড়ি নাই



আমার বাড়িতে বাড়ি নাই মো: ওবায়দুল ইসলাম। বাড়িতে ফিরে দেখি বাড়িতে আর বাড়ি নাই। অশান্তি গুলো হয়েছে দরজা জানালার ফ্রেম; হাড়ি পাতিলে কোথাও নাই প্রেম ! দু:খেরা হয়েছে মেজ, শেড আর- কষ্টেরা আমার সখের ফার্নিচার। দু:খ কষ্টের মান্ড দিয়েই তো ঘর সাজাই, বাড়িতে ফিরে দেখি আমার বাড়িতে বাড়ি নাই। আগুনেরা আমার লেপ তোশক তাপে জ্বলসে যায় বুক ; জ্বালাগুলো স্বগৌরবে অন্তর জ্বালায় দশ দিকে কষ্টেরা ঘিরেছে আমায় – নিস্তার যেন আর না পাই, বাড়িতে ফিরে দেখি আমার বাড়িতে বাড়ি নাই। বাড়ির নাম রেখেছি সুখালয় অথচ টাকা দিয়ে দু:খ কিনে বানালাম সুখের দু:খালয় । টাকা দিয়ে কেউ দু:খ কিনে ! দু:খ আর কষ্ট তো আমিই চালাই, বাড়িতে ফিরে দেখি আমার বাড়িতে বাড়ি নাই। সুখালয়, নিমহাওলা ০৮/০৮/২০১৩

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।