আমাদের কথা খুঁজে নিন

   

বিদ্যুৎ মন্ত্রণালয় কে চালান?

আমি একজন ইবলিশ । সব সময় ভাবি আমাদের ইবলিশ পুর কবে একটা ভালো শহর হবে। বিদ্যুৎ মন্ত্রণালয় কে চালান—মন্ত্রী, নাকি প্রধানমন্ত্রীর জ্বালানিবিষয়ক উপদেষ্টা? এ নিয়ে জাতীয় সংসদে প্রশ্ন তুলেছেন সরকারি দলের জ্যেষ্ঠ সাংসদ তোফায়েল আহমেদ। তোফায়েল নিজ নির্বাচনী এলাকার বিদ্যুৎ-সংকট নিয়ে গতকাল বৃহস্পতিবার জাতীয় সংসদে বক্তব্যের সময় এ প্রশ্ন তোলেন। তিনি বলেন, ‘বিদ্যুৎ মন্ত্রণালয় কে চালায়, জানি না।

ক্ষমতা কার, জানি না। এটি মন্ত্রী চালান, না উপদেষ্টা চালান? উপদেষ্টাকে ফোন করলে তিনি ধরেন না। ’ তিনি আরও বলেন, বিদ্যুৎ মন্ত্রণালয়ের ব্যর্থতার কারণে ভোলা অন্ধকারে তলিয়ে আছে। মোবাইল ফোনে চার্জ দেওয়ার মতো বিদ্যুৎ সেখানে নেই। ভোলায় সাড়ে ৩৪ মেগাওয়াটের একটি বিদ্যুৎকেন্দ্র চালু ছিল।

কিন্তু হঠাৎ সেটি বন্ধ হয়ে গেল। তোফায়েল আহমেদ বলেন, ভোলায় নতুন একটি বিদ্যুৎকেন্দ্র স্থাপনের জন্য দরপত্রে মালয়েশিয়ার একটি কোম্পানি সর্বনিম্ন দরদাতা ছিল। কিন্তু সাত মাস ধরে কোনো সিদ্ধান্ত হয়নি। তিনি বলেন, ‘আমরা কিনব বিদ্যুৎ, তারা কিনবে গ্যাস। কিন্তু সাত মাস ঘুরেও তারা মন্ত্রণালয় থেকে সাড়া পায়নি।

কেন মন্ত্রণালয় এই সমঝোতা করতে পারল না, সেটাই প্রশ্ন। ’ তোফায়েল ক্ষোভের সঙ্গে বলেন, ‘ভোলা অন্ধকারে ডুবে থাকলেও মন্ত্রণালয়ের কোনো চিন্তা-চেতনা নেই। ওই এলাকার সাংসদ হওয়ায় সব সময় আমাদের জবাব দিতে হয়। ’ পরে বিদ্যুৎ প্রতিমন্ত্রী এনামুল হক বলেন, ভোলা একটি বিচ্ছিন্ন এলাকা বলে কিছুটা সমস্যা হচ্ছে। তবে সরকার দ্রুততম সময়ে এ সমস্যা সমাধান করতে কাজ করছে।

এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংসদ কক্ষে উপস্থিত ছিলেন। প্রসঙ্গত, একজন প্রতিমন্ত্রী থাকলেও প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধীন রয়েছে বিদ্যুৎ মন্ত্রণালয়। আর প্রধানমন্ত্রীর জ্বালানিবিষয়ক উপদেষ্টা হলেন তৌফিক-ই-ইলাহী চৌধুরী। Click This Link ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.