যা ভাগ... লেখা হয় না একটা কবিতা, লিখতে পারি না শব্দগুলো ভেসে বেড়ায় শুধু ছন্দ আসে না। মাতাল হাওয়া ভাসিয়ে মোর ভাবনাগুলো নিয়ে যায় ওই পথের ধারে মাখিয়ে ধূলো। আবর্জনার গন্ধে তা বিষিয়ে উঠে উজ্জলতার পাই না দেখা ময়লা পাটে। বুড়িয়ে যাওয়া রূপ দেখে তার বুকে যে বিধে, আমার পানে চেয়ে সে শুধু ঢুকরে কাঁদে। পাষান আমি, ভুলে যাই তার নিংড়ে দেয়া ভালবাসা নতুন ভাবনা নিয়ে বাধি নতুন বাসা।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।