আমাদের কথা খুঁজে নিন

   

"আক্ষেপ"

রাস্তায় রাস্তায় কত সস্তায় কিছু বুঝে উঠার আগেই, বিকিয়ে যায় কত অচেনা আবেগ! কোন খোঁজ রাখিনা, হয়ত রাখতেও চাইনা! এমন কি ক্ষতি হত তোমার? যদি জমিয়ে রাখতে আমার আবেগ ধূলো জমে নষ্টই তো হচ্ছে! আর হচ্ছে অদ্ভুত কিছু শর্তপূরন। মাঝে মাঝে মনে হয় আমি কত নিঃস্ব,একাকী! ভেবনা, দুটো সেডিলই যথেষ্ট সূর্যের আলোয় হয়ত ঘুম ভাঙবে না, কিংবা একটু পরে! ভীতু আমি নই, তবু তোমার স্মৃতি লুকিয়ে লুকিয়ে দেখি! নিজেকে বড় অচেনা লাগে, আসামীর মত অপরাধী লাগে। ঘেন্না ধরে গেছে, মনে হয় ভেঙে ফেলি নিজেকে কাচেঁর মত! বিশ্বাস কর,তোমায় আর দেখতে চাইনা আমি, চাই শুধু তোমাকে দেখার অনুভূতিগুলো। বিশ্বাস কর,তোমায় আর পেতেও চাইনা আমি, চাই শুধু আমার হারিয়ে যাওয়া দিনগুলি।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।