নিজকে আজও আবিষ্কার করতে পারিনি।
আমি হেটেছি একলা পথে
তোমাদের দলে আমায় নেও নি
বহুবার চেয়েছি তোমাদের দলভূক্ত হতে
চেয়েছি তোমাদের খেদমতের খাদেম হয়ে
একটু আশ্রয় ভিক্ষা যদি একটু বঞ্চিত
মায়া ও জুটে তাতেই আমার হয়ে যাবে
হায় নিয়তি নেরি কুকুরের বরাতেও ভগবানের
কৃপা মিলে আমার তাও মিলেনি
মানব সমুদ্রে ডুব দিয়ে তুলে এনেছি
শুধু একরাশ ঘৃনা আর ক্রধের জালা
আমি দাহকালে জলন্ত চীতায় ঝাপ দিয়ে দেখেছি
হৃদয়ের কা্ন্না শুনি কি না
লাশ কাটা ঘরের ডোম বলেছিল হৃদয় দেখাবে
তারপর কত রাত, কত রাত বসেছিলাম
ডোমের পথ চেয়ে এই বুঝি সে হৃদয় নিয়ে এল
সে আর আসে নি নিজেই গিয়েছি
লাশ কাটা ঘরে উকি ঝুকি মেরে দেখেছি
হৃদয় বলে কিছু আছে কি না
আমি হৃদয় বলে কিছু পাই নি
রাগে খুবে বহুবার আত্ম বক্ষ চিরে দেখতে চেয়েছি
আসলেই কি হৃদয় বলে কিছু নেই
আমি ভীরূ কাপুরূষ তাই হৃদয় দেখা হল না
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।