সবাই কি আর ছুঁতে পারে
রঙিন প্রজাপতি,
সবার কি হয়গো পাওয়া
জোছ্না মাখা জ্যোতি।
এ কপালে থাকলে লিখা
তবে-ই তো পাবে,
বিধির লিখন না থাকিলে
পেয়েও হারাবে।
পাওয়া-র পরে হারালে আসে
অমাবশ্যার রাতি,
সবার কি আর হয়গো পাওয়া
জোছ্না মাখা জ্যোতি।
[ছবি নিজের]
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।