যুতসই আত্মসমালোচনা করা পৃথিবীর সবচেয়ে কঠিন কাজ। দয়া করে আমার পরীক্ষা নেবেন না। আরব্য রজণীর কাহিনীর মত
বেদুঈনগুলো নরখাদক হয়ে উঠেছে।
ঐ শিশুগুলোর জন্ম কি পরীক্ষামূলক ছিল?
কসম মানবতার!
আর একবার যদি পারতাম, হিটলারকে চাইতাম।
ঐগুলো মানুষ না,
ঐগুলো সভ্যতার হায়না।
মানব উর্দীর নিচে রক্তচোষা জানোয়ার।
একটি বোমা বনাম দশটি জীবন,
আন্তর্জাতিক পর্যায়ের খেলা।
আরও আছে স্বত্ত্ব ক্রয়ের সুব্যবস্থা।
হে আগন্তুক নবজাতক!
পৃথিবীতে আসার পূর্বেই জেনে নাও তোমার ভাগ্য;
তুমি মানুষ হলে নিশ্চিত কর তোমার ধর্ম।
মুসলীম হলে তুমি পরীক্ষামূলক জীবন পাবে।
এবার কি তুমি মানুষ হতে চাও?
তোমার জন্য সুখবর এই যে,
আজকাল বুনো শুকর নিরাপদ জীবন যাপন করে।
যদি তুমি আমাকে শুনতে তাহলে আমাকে ধিক্কার দিতে,
কেননা আমার এই মুখ ছাড়া কিছুই নেই।
আমি পারিনা শত শিশুর বোমার আঘাত
নিজের পিঠে নিয়ে তাদের ছায়া দিতে।
আমি তো পিঁপড়ার মত ঝাঁকে চলি।
আমি গাজার রক্তে আক্ষেপ ছাড়া আর কিছুই দিতে পারিনা।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।