আমাদের কথা খুঁজে নিন

   

আক্ষেপ---------------------

আমি ভালোবাসতে ভালবাসি শিশু ছিলাম ভালো ছিলাম পাপ ছিলনা কোনো, কৈসরেতে এসে কেন মন চঞ্চল হলো। যৌবনেতে এসে আমি হলাম দিশেহারা, মন মানেনি শাশন বারণ ছুটতাম সারাবেলা। বয়স কালে টাকার পিছে ঘুরছি দেশ-বিদেশ, সময় গেছে ধীরে ধীরে হয়নি কোন হুশ। বৃদ্ধ যখন হলাম আমি জ্ঞান এলো তখন, বুঝলামনাতো আমার সময় ফুরিয়ে গেলো কখন। মৃত্যু পথের যাত্রী আমি নেয় পালাবার রাস্তা, পরকালের জন্য আমার পুন্নের বুঝি ফাকা।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।