http://www.facebook.com/reyad.parvez.3 আমার আর প্রেম করা হলনা. ধর্মসাগর পাড়ের কথা না রাখা ছোট মেয়েটা বড় হয়ে,সুখী হয়ে গেল- বৃষ্টির গানেরা দিঘীর বুকে অসংখ্যবার ঝমঝম শব্দে নুপুর ভেজাল- মিউনিসিপ্যাল স্কুলের ঘন্টাটা বিষাদে চুপ হয়ে গেল- আমার প্রেম করা হলনা. অসংখ্য প্রেম ধর্মসাগরের পাড়ে কথা দিয়ে কথা রাখলো না- বুড়ো চিলের ডানা সোনালী থেকে খয়েরী হয়ে গেল, প্লাস্টার খসা মফস্বলের গলিগুলো সত্যি মিথ্যে প্রেমে ভরে গেল, তবু প্রেম করা হলনা. ধুসর পৃথিবীর মলিন পৃষ্ঠা, মনের অসুখে- ঘুনেপোকায় ধরে গেল, জোত্যিস্কদের জ্বলজ্বলে চুলে পাক ধরে সব শেষ করে- শবের শরীর জোছনায় ভেজাল, প্রেমিকরাও কথা না রেখে সুখী হয়ে গেল- আমার মত তারাও ধর্মসাগরের কথা মনে নিল না, তাই হয়ত শেষ পর্যন্ত সবই হলো, শুধু প্রেম করা হলনা.
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।