আমাদের কথা খুঁজে নিন

   

আফসোস.... সেনাবাহিনী ভোটে দাঁড়ায় না!

কিছু বুললে তো বুলবে বুলছি.... বঙ্গবন্ধু আর শহীদ জিয়ার অপদার্থ উত্তরাধিকারীদের অপদার্থতায় পদার্থ জনতার জান প্রায় জাহান্নাম! তারপরও সহনশীলতার কমতি নেই। ফলাফলের রকম খুব ভাল করে জানা থাকা সত্ত্বেও লোকে দুই পক্ষের ধান্ধাবাজদের পালাক্রমে রাষ্ট্রশাসকের আসনে বসায়। ভবিষ্যৎ কল্পনা, বর্তমান পরিকল্পনা, অতীত তুলনা ও 'দেশপ্রেম'পূর্ণ অবচন, কুবচনের শ্রোতাভাগ্য বরণ করে। পাঁচ বছরের পর পাঁচ বছর গণ্ডারচর্মের সাথে নিজেদের চামড়ার সাদৃশ্য প্রদর্শনের অতুলনীয় চেষ্টা চলে। 'শাসক'জাতীয় স্বার্থপরের দল আমজনতার এই আচরণে চরম পুলকিত হয়।

আমরা আসলেই অসহায়। বেকায়দায়। কায়দা করার সহজ কোন পথ চোখের সামনে খোলা পাই না। যতদূর তাকাই, অন্ধকারের চেয়ে কম কিছু দেখি না। হাতে নিয়ে আলোকবর্তিকা কোন পাঞ্জেরীও সামনে এসে দাঁড়ায় না।

দেশের দুর্যোগে, সংকটে-বিপদে আস্থাযোগ্য শেষ সম্বল হিসেবে আমাদের সীমিত দৃষ্টিসীমায় যারা ধরা দেয়, তারা সেনাদল। আমরা ডাকি সেনাবাহিনী। বহুল প্রলাপিত গণতন্ত্রের ফাঁসে আমাদের হাঁসফাঁস করা প্রাণে একটু হলেও ফাঁসমুক্তির স্বস্তি যারা দিতে পারত, তারা সেই নির্ভীক দল। কিন্তু আফসোস....... সেনাবাহিনী ভোটে দাঁড়ায় না! ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।