আমাদের কথা খুঁজে নিন

   

পকেট রস পকেট রস । ভাই আমি আসলে পনেরো বছর আগে মারা গেছি । নতুন রেট বলতে পারব না ।

ময়দানঃ---------------- অপুর শখ হয়েছে জমি কেনার । ঢাকা শহরে জমি পাওয়া মুশকিল । শহর অল্প দুরে এক জায়গা অপুর পচন্দ হলো । দামেও সস্তা, তবে সমস্যা হচ্ছে, জমির ঠিক পাশেই কবরস্থান । এলাকার অনেকেই বলেছে, জমিটাতে হালকা ভৌতিক ঝামেলা আছে ।

অপু আরও একটু খোজখবর নিতে চাইল । সে যখন জমির কাছে পৌছাল, তখন সন্ধা সাড়ে সাতটা বাজে । অপু দেখল, জমির ডান পাশের বড় আমগাছটার নিচে দুজন লুঙ্গি পরা খালি গায়ের মানুষ কথা বলচে । অপু তাদের একজনকে সালাম দিয়ে বলল, ভাই, আমি এই জমিটা কিনতে চাই । এই জমির দাম কেমন হওয়া উচিত বলে আপনার মনে হয় ? ভদ্রলোক বিনীতভাবে উত্তর দিল , ভাই আমি আসলে পনেরো বছর আগে মারা গেছি ।

নতুন রেট বলতে পারব না । তবে আমার ছোট আসুক । ও গত সপ্তাহে মারা গেছে । সে আবার জমির দাম-টাম ভালোই বোঝে । আপনি একটু অপেক্ষা করলে ওর সঙ্গেই কথা বলতে পারবেন ।

সংগৃহীতঃ—18/04/08 “জীবন একটা জটিল জিনিস, আজ যেটা মনে হচ্ছে অসম্ভব । কাল সেটা সম্ভব । কাল আপনার সমস্যাটা অতীত হয়ে যাবে । ”(সারা যাকের) ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।