শুক্রবার সিরাজগঞ্জে তিনি বলেন, খালেদা জিয়া ক্ষমতায় গেলে নতুন ধারার রাজনীতি চালুর ঘোষণা দিয়েছেন।
“বিএনপি ইতিপূর্বে একাধিকবার ক্ষমতায় গিয়ে জঙ্গিবাদের উত্থান ও বাংলা ভাই সৃষ্টির মাধ্যমে দেশে অপশাসন ও দুঃশাসনের রেকর্ড স্থাপন করেছিল। তাদের সেই কুকীর্তি জনগণ আজো ভোলেনি। ”
১৪ দলের সমন্বয়ক নাসিম বলেন, বিএনপি শাসনামলে আহসান উল্লাহ মাস্টার, শাহ এ এম এস কিবরিয়া, মমতাজ উদ্দিন, মঞ্জুরুল ইমামসহ আওয়ামী লীগের বহু নেতাকর্মীকে হত্যা করা হয়েছিল।
“শেখ হাসিনাকে গ্রেনেড মেরে হত্যার চেষ্টা ব্যর্থ হলেও আইভী রহমানসহ ২৪ জনকে খুন করা হয়,” বলেন নাসিম।
তিনি অভিযোগ করেন, তারা সাম্প্রদায়িক শক্তি ও জঙ্গিবাদের প্রশ্রয় দিয়ে মহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে অর্জিত বাংলাদেশকে তালেবানি রাষ্ট্র বানানোর ষড়যন্ত্র করেছিল।
নাসিম বলেন, বর্তমান সরকার ক্ষমতায় আসার পর যুদ্ধাপরাধীদের বিচারের মাধ্যমে জাতিকে কলঙ্কমুক্ত করছে।
সেই মুহূর্তে খালেদা জিয়া বিচারের বিষয়ে কোনো মন্তব্য না করে নতুন ধারার রাজনীতি চালুর নামে আবার কোন ষড়যন্ত্রের জাল বুনতে চান জাতি তা জানতে চায়, বলেন তিনি।
সদর উপজেলার বাগবাটি ইউনিয়ন আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ নাসিম।
বাগবাটি হাই স্কুল মাঠে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আমিনুল ইসলাম তালুকদারের সভাপতিত্বে সভায় আরো বক্তব্য দেন সাংসদ তানভীর শাকিল জয়, সদর উপজেলা চেয়ারম্যান আবু মোহাম্মদ গোলাম কিবরিয়া, স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক জিয়াদ আল ইসলাম প্রমুখ।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।